![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগলীমায়ের পাগল মতো একটি অবুঝ ছেলে
কোথায় থাকে কী যে করে মাকে দূরে ফেলে।
না খেয়ে মা কোঁচড় ভরে ভিক্ষে করা ভাতে
ইচ্ছে করে ছেলের মুখে খাওয়ায় নিজের হাতে।
ভাতের থালা সামনে দিয়ে দেখে ছেলের খাওয়া
এই শহরে পাগলী মায়ের এটাই বড় পাওয়া।
২| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মা এর অবদান কি , মা থাকতে উপলদ্বি করা যায় না ।
................................................................................
মা এর আদর না পেয়ে আমি খুব অসহায় বোধ করি ।
৩| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:১২
হাসান জাকির ৭১৭১ বলেছেন: অসাধারণ!
মা এর তুলনা শুধুই মা!
৪| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:২৭
বিজন রয় বলেছেন: মায়ের মতো আপন কেহ হয় না।
৫| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৬| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
৭| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মায়ের কোন জাত হয়না
কোন পেশা হয়না। মা শুধু মা
তার কাছে ল্যাংড়া. কানা বা
পাগল বলে কোন শ্রেণি নাই
সবাই তার সন্তান!!
৮| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
নৃ মাসুদ রানা বলেছেন: মায়ের কোন জাতধর্ম নেই। মা নিজেই একশ।
৯| ২৮ শে জুন, ২০২০ রাত ৮:১৭
পদ্মপুকুর বলেছেন: কি অসাধারণ একটা মোমেন্ট, একজন ক্রিয়েটিভ ফটোগ্রাফার হলে এই ফটোটা অ্যাওয়ার্ড উইনিং হতে পারতো.. তার সাথে মিলেছে কবিতাটা। অসাধারণ।
১০| ২৮ শে জুন, ২০২০ রাত ৮:৩১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বড়লোকদের বড় বড় চাওয়া, গরিব লোক দের চোট চোট চাওয়া।সেই চাওয়াটা ও বড়লোকদের সহ্য হয় না,তারা আরো চায়।এই সীমাহীন চাওয়া কখনো শেষ হবে না,একে শেষ করতে হবে।
১১| ২৮ শে জুন, ২০২০ রাত ৮:৪৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: প্রিয় বন্ধুরা
আপনাদের মূল্যবান মন্তব্যগুলো পড়ে আমি আরো ভালো কিছু সৃষ্টি করার অনুপ্রেরণা পাই।
সকলের জবাব আলাদা ভাবে দিতে না পারার একটা গোপন কষ্ট গোপনেই উপভোগ করি।
আপনাদের ভালবাসা আর উপদেশ আমাকে সমৃদ্ধ করে প্রতিনিয়ত।
সকলের জন্যে শুভকামনা।
১২| ২৯ শে জুন, ২০২০ রাত ১২:১১
নেওয়াজ আলি বলেছেন: অনন্য শব্দ বুনন ।
১৩| ২৯ শে জুন, ২০২০ সকাল ১০:০৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৭
শায়মা বলেছেন: মা ও ছেলের কি সুন্দর ছবি আর কবিতা ভাইয়া।