|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
তেলাপোকা ভাবে তেলাপাখি হবে
পাখা আছে তাই উড়বে
যখন যেখানে যেতে মন চায়
পাখামেলে খুব ঘুরবে।
পাকঘর থেকে পাখা মেলে সে
উড়ে উড়ে গেলো বাইরে
মনে মনে ভাবে গেছি বহুদূর
পাকঘরে আর নাইরে।
কোনোমতে সে যায় সম্মুখে
লতাপাতা ধরে সামলায়
বেশি দূরে তার যাওয়া হয়নি
চিৎ হয়ে পড়ে গামলায়।
 ১১ টি
    	১১ টি    	 +২/-০
    	+২/-০  ০৩ রা জুলাই, ২০২০  রাত ৯:০৯
০৩ রা জুলাই, ২০২০  রাত ৯:০৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন। 
আমার শুভেচ্ছা নিন।
২|  ০৩ রা জুলাই, ২০২০  রাত ৯:২৩
০৩ রা জুলাই, ২০২০  রাত ৯:২৩
সেলিম আনোয়ার বলেছেন: লিখেছেন বেশ ।
৩|  ০৩ রা জুলাই, ২০২০  রাত ৯:২৭
০৩ রা জুলাই, ২০২০  রাত ৯:২৭
এম ডি মুসা বলেছেন: বেশ লিখেছেন
৪|  ০৩ রা জুলাই, ২০২০  রাত ৯:২৭
০৩ রা জুলাই, ২০২০  রাত ৯:২৭
এম ডি মুসা বলেছেন: বেশ লিখেছেন
৫|  ০৩ রা জুলাই, ২০২০  রাত ১০:২৩
০৩ রা জুলাই, ২০২০  রাত ১০:২৩
রাজীব নুর বলেছেন: আমার মাথায় তেল নাই এজন্য আমার মাথায় কেউ তেল দেয় না।
৬|  ০৩ রা জুলাই, ২০২০  রাত ১০:৩০
০৩ রা জুলাই, ২০২০  রাত ১০:৩০
ইফতেখার ভূইয়া বলেছেন: তেলাপোকার পাখি হওয়ার ইচ্ছের কথা জানা হলো কবি, ভালো লিখেছেন   
 
পোকা-মাকড়ের মধ্যে এটাকেই ভীষণ ঘেন্না করি।
৭|  ০৩ রা জুলাই, ২০২০  রাত ১০:৩৮
০৩ রা জুলাই, ২০২০  রাত ১০:৩৮
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
খুবই সুন্দর পাখি।
৮|  ০৩ রা জুলাই, ২০২০  রাত ১১:১২
০৩ রা জুলাই, ২০২০  রাত ১১:১২
মোছাব্বিরুল হক বলেছেন: যোগ্যতার অনেক বাইরে কিছু চাইলে এমন-ই হয়।
খুব ভালো লাগল।
৯|  ০৪ ঠা জুলাই, ২০২০  রাত ১:৩৯
০৪ ঠা জুলাই, ২০২০  রাত ১:৩৯
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো।
১০|  ০৪ ঠা জুলাই, ২০২০  বিকাল ৪:৩৯
০৪ ঠা জুলাই, ২০২০  বিকাল ৪:৩৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাদের মূল্যবান মন্তব্যগুলো আমাকে সমৃদ্ধ করে।
সকলের জন্য শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০২০  রাত ৮:৫৬
০৩ রা জুলাই, ২০২০  রাত ৮:৫৬
কবীর হুমায়ূন বলেছেন: সব তেলাপোকা পাখি হতে চায়
পরিশেষে তারা ডুবে গামলায়।
ভালো লিখেছেন কবি। শুভ কামনা।