![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বানের জলে ভেসে গেছে সব
জায়গা জমি ঘরবাড়ি আর
শিশুর কলরব!
সম্মুখে তার ক্রুদ্ধ নদী স্রোতের টানে ছোটে
যা পেয়েছে তা নিয়েছে দুই হাতে সে লুটে।
একুল ওকুল দু'কুল গেল রইল না আর বাকি
বেঁচে আছ সেই তো ভালো আর সকলি ফাঁকি!
২| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৩
বিজন রয় বলেছেন: ছবিটি অনেক কষ্টের।
কবিতা আপনার মতোই।
৩| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৪০
নেওয়াজ আলি বলেছেন: ভোট শেষ দেখার লোক শেষ ।
৪| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১:৩৬
হাবিব ইমরান বলেছেন:
উপকূলবাসীদের প্রতি সরকারের দৃষ্টি দেয়া উচিৎ। উপকূলবাসীদের স্থায়ীভাবে পূর্নবাসন করা উঁচুভূমিতে। উপকূল বসবাসের জায়গা না, এটা আমাদের লিলিপুটিয়ান সরকারকে (চাঁদগাজী সাহেবের ভাষায়) কে বুঝাবে? সরকারের তো এদিকে কোন আন্তরিকতা দেখছি না। এ মানুষগুলার কষ্ট প্রতিটা বর্ষা আসলেই মারাত্মক আকার ধারণ করে। এর স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন।
৫| ০৬ ই জুলাই, ২০২০ সকাল ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: মর্মান্তিক
৬| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার ভালবাসা আর শুেভচ্ছা রইল।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: ভানবাসি মানুষদের কষ্ট। প্রতি বছর কষ্ট। স্থায়ী কোনো সমাধান কি নেই?