নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মেঘ ও অহংকারী গাছ

১৭ ই জুলাই, ২০২০ সকাল ৯:৫৮


এক টুকরো মেঘ ভাসতে ভাসতে চলে আসে এক বিরাণ ভূমির উপর। সে নিচে তাকিয়ে দেখে বিশাল মাঠে একটি গাছ দাঁড়িয়ে আছে। গাছটির আশেপাশে আর কোন গাছ নেই। মেঘটি ভাবল, বোধ হয় ওই গাছটি আমার মতোই একা। আমি যাই না কেন তার কাছে?

মেঘটি চলে এলো রোগাপটকা গাছটির কাছে। একটি পাতাও নেই তার গায়ে।
মেঘটি বলল, গাছভাই, এ বিশাল মাঠে আর কাউকে দেখছি না যে! তুমি কি আমার মতোই একা?
আমি খুব একা। আমার সাথে কথা বলার কেউ নেই। তুমি কি আমার সাথে থেকে গল্প করবে মেঘভাই? বলল গাছটি।
মেঘটি বলল, ঠিক আছে, আমি তোমার কাছে থাকব। আমরা অনেক গল্প করব। আনন্দে কেটে যাবে সময়।
গাছটি খুশি হয়ে বলল, এখন থেকে আমরা দুজন বন্ধু হয়ে গেলাম। আমাকে ছেড়ে যাবে না, কথা দাও মেঘভাই।
কথা দিলামÑবলে মেঘটি গাছে এসে বসল। ওমনি মেঘের ছোঁয়ায় গাছটি তরতাজা হয়ে উঠল। গাছে কচি কচি পাতা গজাতে শুরু করল। দেখতে দেখতে সবুজ পাতায় আর ফুলে-ফলে ভরে গেল গাছটি। কী সুন্দর গাছ!
একটা কাঠবিড়ালি কোত্থেকে এসে আনন্দে ছুটোছুটি করতে লাগল গাছে। পাখিরা এসে গাছের ডালে বসে কিচিরমিচির করছে, গান গাইছে। বনের পশুরা গাছের ছায়ায় বসে আরাম করছে।

গাছটি আগের মত মেঘের সাথে আর গল্প করে না। মেঘের খবরও নেয় না। খুব কষ্ট পেল মেঘ। সে গাছের এক কোনে চুপচাপ বসে থাকে সারাদিন।
তুমি তো আমার খবর নিচ্ছ না। এমনকি একটি কথাও বলছো না। অভিমানে কেঁদে ফেলল মেঘটি।
গাছটি তেজ দেখিয়ে বলল, দেখছ না কত ব্যস্ত আমি। কত পশু-পাখি আমার ফুল-ফল খেয়ে বেঁচে আছে। ওদের দেখে রাখতে হয় কারণ ওরা আমার প্রজা। কথা বলার সময় কোথায়। তুমি এমন কোনো বেকার গাছের সন্ধান করো যে তোমার সাথে গল্প করতে পারবে।
মন খারাপ করে চলে গেল মেঘ।

মেঘটি চলে যাওয়ার পর গাছটি শুকিয়ে যেতে লাগল। তার পাতাগুলো ঝরে পড়ে গেছে। ধীরে ধীরে তার কাছ থেকে সরে গেল পশুপাখি। ঠিক আগের মতো একা ও দুখী হয়ে গেল গাছটি।
এখন আকাশের দিকে তাকিয়ে থাকে দুখী গাছ। যদি মেঘবন্ধুর দেখা পাওয়া যায়!
একদিন গাছটি দেখে সেই মেঘটি অন্য মেঘের সাথে হাসি-তামাশা করতে করতে উড়ে যাচ্ছে। গাছটি চিৎকার করে ‘মেঘবন্ধূ, ‘মেঘবন্ধ’ু বলে ডাকল কিন্তু তার দিকে ফিরেও তাকালো না মেঘ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


শেষ লাইন:
গাছটি চীৎকার করে ডাকলো, "মেঘবন্ধু, মেঘবন্ধু"।
মেঘ ফিরে এলো গাছের কাছে; গাছ বললো, "আমি ভুল করেছিলাম"।
মেঘ বললো, "তুমি মন খারাপ করো না, আমি ফিরেএসেছি"।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ খুব ইতিবাচক সমাপ্তি টানার বিষয়ে চিন্তা করার জন্য।
ভাল থাকবেন।

২| ১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৩

নেওয়াজ আলি বলেছেন: মেঘবন্ধু ফিরে না তাকানো অমানবিক । এবার মেঘ নিয়ে মানবিক লেখা লিখবেন

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: অকৃতজ্ঞের সঙ্গে বন্ধুত্ব বেশিদিন টিকে থাকে না।
যে-গাছ মেঘের স্পর্শে মৃতপ্রায় জীবনকে উজ্জীবীত করতে পেরেছে সে কি না নিজেকে রাজা ভেবে মেঘকে অন্য কোথাও চলে যেতে বলেছে! মেঘ চলে গিয়ে এই শিক্ষাই দিল যে, অকৃতজ্ঞেরা নিজের সর্বনাশ নিজেই ডেকে আনে।
ধন্যবাদ।

৩| ১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৬

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: একদম উচিত হয়েছে, অহংকারিদের সাথে এমনই হওয়া উচিত।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:০০

বিএম বরকতউল্লাহ বলেছেন: হাঃ হাঃ
ধন্যবাদ।

৪| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: মেঘ ফিরে তাকায় নি। কারন সে ভেসে ভেসে অনেক দূর চলে গেছে। মেঘ স্থায়ী হয়ে থাকতে পারে না।

৫| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৭

ঢুকিচেপা বলেছেন: চমৎকার হয়েছে গল্পটা। মূলতঃ ছোটদের উপযোগী এত ভাল গল্প আর হয় না।+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.