![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা দিবি মুখে আর একটা নিবি হাতে
আরেকটা রাখ মনে মনে কঠোর দৃষ্টিপাতে।
গাছের উপর চলছে কাঁঠাল খাওয়া
এক লহমায় দে করে দে হাওয়া।
এরা গাঁয়ের কাঠবেড়ালি; দেয় না বাধা কেহ
জড়িয়ে আছে ওদের গায়ে গভীর আদর স্নেহ।
১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
২| ১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১০
১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনি যে বুঝেছেন এতে সন্দেহ নেই।
ভাল থাকবেন।
৩| ১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৪
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা এবং ছবিটা দুটোই খুব সুন্দর হয়েছে।
আমার বাল্য কালের কথা মনে পড়ে যায়।
গাছে বসে পাকা কাঠাল খেতাম ।
তবে কাঠাল খাওয়ার সময়
আমার সঙ্গি হতো বানর
কাঠাল নিয়ে হতো
দোজনের টানাটানি
তবে নো ঝগড়া
শান্তিপুর্ণ ভাবে
বন্ধু হয়েই সে
থাকত পাশে।
শুভেচ্ছা রইল
১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আলী ভাই দারুন স্মৃতিচারণ করলেন। বেশ ভাল লাগল।
শুভেচ্ছা নিবেন।
৪| ১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৪
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ উপস্থাপন!
৫| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৩
আহলান বলেছেন: চমৎকার ....!