![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইঁদুর দেখে বিড়ালগুলো
পাচ্ছে ভীষণ ভয়!
শিয়াল দেখে কুকুরগুলো
লেজ গুটিয়ে রয়।
গরু-মহিষ দিচ্ছে হানা
বাঘ-সিংহের পালে
গুঁতো খেয়ে ওল্টে-পুল্টে
পড়ছে নদী-খালে।
পশুর মতন মানুষ গুলো
পশুরুপী হতো
লেজ গুটিয়ে সমাজ ছেড়ে
বনে চলে যেতো!
কেমন মজা হতো!
২| ২১ শে জুলাই, ২০২০ সকাল ৮:১৬
নজসু বলেছেন:
এমনি করে উল্টে যদি
পাল্টে সব যেতো,
ছোট্ট এই ভুবনটা
স্বর্গপুরী হতো।
২১ শে জুলাই, ২০২০ সকাল ৯:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: দারুন হলো ছন্দ ছড়া
৩| ২১ শে জুলাই, ২০২০ সকাল ৯:১৩
এম ডি মুসা বলেছেন: ভালো লাগছে ছড়্
২১ শে জুলাই, ২০২০ সকাল ৯:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ ।
৪| ২১ শে জুলাই, ২০২০ সকাল ৯:৩৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিষয়বস্তুতে চমত্কারিত্ব আছে ।আকাঙ্খা ও ভাল।
২১ শে জুলাই, ২০২০ সকাল ১০:৫৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন। আমার শুভেচ্ছা নিন।
৫| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩১
শেরজা তপন বলেছেন: ভাল লেগেছে ভাই
৬| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
৭| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: ভীষন মজার।
৮| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৬
নেওয়াজ আলি বলেছেন: নিপুণ লিখনশৈলী।
৯| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৩১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাদের সুচিন্তিত মন্তব্যের জন্যে ধন্যবাদ জানাই।
ভাল থাকবেন।
১০| ২১ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০২০ সকাল ৮:১৬
নজসু বলেছেন:
এমনি করে উল্টে যদি
পাল্টে সব যেতো,
ছোট্ট এই ভুবনটা
স্বগপুরী হতো।