নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বিড়ালের ডিনার

২২ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৬


বিড়ালটি মনে হয় অন্ধ। কিছুই দেখতে পাচ্ছে না। আমাদের উচিৎ গর্তে পড়ে যাওয়ার আগে তাকে সাহায্য করা। বলল নেংটি ইঁদুর।
দ্বিতীয় ইঁদুরটি বলল, সে অন্ধ হলেও তার আছে একটি পেট। সেই পেটে ক্ষুধা থাকতে পারে। তার কাছে যাওয়া মোটেও ঠিক হবে না। চল পালাই।
প্রথম ইঁদুরটি বলল, আমাদের উচিৎ তার বিপদে সাহায্য করা। পালিয়ে যাওয়া ভালো কোনো কাজ হতে পারে না। আমি তাকে সাহায্য করবো।
বিপদে সাহায্য করা খুব ভালো কাজ। তবে নিজেকে বিপদের মধ্যে ফেলে দেওয়া খুব বোকামি।
তুমি ইচ্ছে করলে আমার সঙ্গে থাকতে পারো; নইলে চলে যেতে পারো।
দ্বিতীয় ইঁদুরটি মন খারাপ করে চলে গেল।

নেংটি ইঁদুর গেল বিড়ালের কাছে। সে বলল, বিড়াল ভাই, তুমি তো ঠিক মতো পথ চলতে পারছ না। রাস্তার আশপাশে কত গর্ত। আমি কি তোমাকে সাহায্য করতে পারি?
নিশ্চই। আমার মনে হয় তুমি খুব দয়ালু আর পরোপকারী ইঁদুর। তোমার কথায় আমি খুব খুশি হয়েছি। আমি বড়ো ক্লান্ত। ক্ষুধায় পেট চোঁ চোঁ করছে, বলল বিড়াল।
তুমি কোনো চিন্তা করো না। তুমি এখানে দাঁড়াও। আমি তোমার জন্য খাবার জোগাড় করে নিয়ে আসছি। বলল নেংটি ইঁদুর।
না, না, না। আমি তোমাকে মোটেও কষ্ট দিতে রাজি নই। আমার খাবারের তালিকায় তুমি সবার ওপরে। বলেই বিড়াল ইঁদুরকে শক্ত করে ধরল।
ভয় পেয়ে গেল ইঁদুর। সে চিঁ চিঁ করে বলল, ছাড়ো তো। আমাকে তোমার খাবার নিয়ে আসতে দাও। ক্ষুধার পেটে তুমি আবোল-তাবোল বকছ।
বিড়াল বলল, না, আমি ঠিকই বলছি। তুমি আমার প্রিয় বন্ধু। তুমি থাকবে খুব আদরেÑআমার পেটে। দুঃখ করো না বন্ধু। তোমাকে দিয়েই আমি ডিনারটা সেরে ফেলতে চাই। এ কথা বলে বিড়াল ইঁদুরটিকে খেয়ে ফেলল।

দুই.
বিড়াল ডিনার করে মনের আনন্দে হেঁটে যাচ্ছে। সে হঠাৎ পা ফসকে এক গর্তে পড়ে গেল।
বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করতে লাগল বিড়ালটি।
দ্বিতীয় ইঁদুরটি আড়ালে দাঁড়িয়ে সবই দেখছিল। সে গর্তের কিনারে দাঁড়িয়ে বলল, বাহ গর্তটি বেশ গভীর আর অন্ধকার। যে উপকারীর অপকার করে তার জন্য এটা একটা চমৎকার জায়গা।
কে! কে তুমি! বিড়াল উপরের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে গর্ত থেকে তোলার ব্যবস্থা করো। তোমার জন্য বড়ো কোনো পুরস্কার অপেক্ষা করছে বন্ধু।
আমি লোভী নই। আমাকে পুরস্কারের লোভ দেখিয়ে লাভ নেই। তুমি বরং গর্তের ভেতরে চামচিকা ধরে খাও, বলেই ইঁদুরটি চলে গেল।


মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: ইদুর টা মানুষের মতো হয়ে গেছে। সে মানবিক না।

২| ২২ শে জুলাই, ২০২০ রাত ১০:১৮

নেওয়াজ আলি বলেছেন: দারুন মজা পেয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.