![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা তরুণ তোমরা হিরো, তোমরা দেশের প্রাণ
দেশের জন্য তোমাদের রবে, অসংকোচ অবদান।
তোমরা ভাঙবে বাধার প্রাচীর, করবে স্বপ্ন চাষ
রচিত হবে তোমাদের হাতে, নব নব ইতিহাস।
বাধার প্রাচীর ডিঙিয়ে তোমরা, এগিয়েছ বহু দূর
সামনে রয়েছে বন্ধুর পথ, অজানা অচিনপুর।
তোমরা গড়বে নতুন পৃথিবী, সবাই করবে বাস
করো না তোমরা নিজের হাতে, নিজের সর্বনাশ!
মানুষের প্রকাশ পোশাকে নয়, মেধা মনন সৃষ্টিতে
গুনের সঙ্গে রূপের আদর, মেঘের কদর বৃষ্টিতে।
২| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪০
রাজীব নুর বলেছেন: কবিতায় সুন্দর সুন্দর কথা বলেছেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তরুণদের উজ্জীবিত করার জন্য দারুণ কবিতা। একটা ইংরেজি শব্দ 'হিরো' বেশ বেমানান লাগছে।