![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে যে আমার বন্ধু-স্বজন কে যে আমার আপন
কে যে আমায় আগলে রাখে কে বা রাখে গোপন
কে যে আমায় দুঃখ দিয়ে কাঁদায় চোখের জলে
কে যে আমার হাতটি ধরে আমার মতই চলে।
আমি যখন আপন ভাবি সবই লাগে আপন
শক্রু ভেবে যেই লয়েছি উঠে গায়ে কাঁপন।
আমি যখন হৃদয় মেলে উল্লাসে দিই হাসি
ভালোবাসার সুখের কণা লুটায় রাশি রাশি;
সবই তখন আপন ভেবে ভিড়ে আমার পাশে
দুঃখ-যাতনা দেৌড়ে পালায়, দূরে গিয়ে হাসে।
লাউয়ের ডগা, ঝিঙেফুল আপন আমার অতি
বেড়ালছানা ফড়িং এবং রঙিন প্রজাপতি।
কে যে আমার আপন পর-সংজ্ঞা আপেক্ষিক
বিশ্ব জুড়ে বন্ধু আমার ঘুরছে চতুর্দিক।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৫৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।