![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশে মেঘেরা ছুটোছুটি করছে। খুকী মেঘের দিকে হাত বাড়িয়ে বলল, মেঘ ভাই, আমার একটি কথা শোনো।
এক টুকরো সাদা মেঘ নিচে নেমে এসে বলল, কেন ডাকছ খুকী? দেখছ না আমরা আকাশে খেলা করছি।
আমার কোনো খেলার সাথী নেই। আমি তোমাদের সাথে খেলা করব। আমাকে নিয়ে চলো না তোমাদের দেশে।
মেঘটির খুব মায়া হল। সে বলল, তুমি ভয় পাবে না? খুকী বলল, না, আমি ভয় পাই না। আমার অনেক সাহস।
মেঘটি বলল, ঠিক আছে। তুমি আমার পিঠে বসো।
খুকী এক লাফে চড়ে বসল সাদা মেঘের পিঠে। ধীরে ধীরে উপরে উঠছে মেঘ। খুকী নিচে তাকিয়ে দেখে বাড়ি-ঘর, গাছপালা সব ছোট হয়ে আসছে।
খুকীকে নিয়ে মেঘটি আকাশে ঘুরে বেড়ায়। খুশিতে টগবগ করে খুকী।
খুকী বলল, তোমরা কীভাবে মেঘ হও আর মেঘ থেকে হও বৃষ্টি, বলো না মেঘ ভাই। মেঘ বলল, আমরা হলাম পানি। পানি কঠিন হয়ে মেঘ হয় আর মেঘ গলে গিয়ে হয় বৃষ্টি। আমরা পানি হয়ে মাটিতে গিয়ে পড়ি। তারপর রোদের তাপে পানি থেকে হয়ে যাই পানির কণা। বাতাসে ভেসে বেড়াই। তখন আমাদের বলে বাষ্প। তারপর বাতাসে ভেসে বেড়াই। এই যে দেখছ আমাকে, আমার ভেতরে আছে অনেক পানির কণা। এভাবে সব কণা মিলে হয় মেঘ। তারপর আমরা মনের খুশিতে ঘুরে বেড়াই আকাশে। আবার বৃষ্টি হয়ে ঝরে পড়ি মাটির বুকে।
খুকী হাততালি দিয়ে বলে, কি মজা, কি মজা। আমিও আকাশে উড়ব। তারপর আবদার করে বলে, আমাকে মেঘ বানিয়ে দাও না।
মেঘ বলল, আকাশে উড়তে তোমার মেঘ হতে হবে না, এমনিতেই উড়তে পারবে তুমি।
খুকী ডানে বামে তাকিয়ে হতাশ গলায় বলল, কীভাবে আকাশে উড়ব, আমার তো পাখা নেই!
মেঘ বলল, পাখা নেই তো কী হয়েছে, লেখাপড়া করলেই মানুষ তার খুশিমতো উড়ে বেড়াতে পারে।
তাহলে আমি অনেক লেখাপড়া করব আর আকাশে উড়ে বেড়াব। বলল খুকী। আমি এখন বাড়ি যাব।
খুকী মেঘের পিঠে চড়ে শোঁ শোঁ করে ফিরে এলো বাড়ি। খুকীর এখন একটাই ভাবনা। পড়ালেখা করবে। আর উড়ে বেড়াবে অসীম আকাশে।
২| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৪
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার অসাধারণ ভাবনা; ধন্যবাদ।
৩| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন আমরা নতুন ছড়া বলতে পারি
লেখাপড়া করে যে
আকাশেতে উড়ে সে
+++
৪| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৬
অন্তরা রহমান বলেছেন: খুব কিউট হয়েছে। দারুণ কোনো আঁকিয়ের আঁকা ছবির সাথে মিলিয়ে একটা ছবি বই বের করা যায় কিন্তু।
৫| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:১১
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
৬| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: খুকীর এখন একটাই ভাবনা। পড়ালেখা করবে। আর উড়ে বেড়াবে অসীম আকাশে।
সব খুকীদের এই ভাবনাই হোক।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৫
নেওয়াজ আলি বলেছেন: বাহ , একরাশ ভালো লাগা ।