![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীর পাড়ে বালুচরে উড়ছে রঙ্গিন ঘুড়ি
মনে মনে ভাবছে শিশু আমিও যাবো উড়ি।
হাত-পাগুলো পাখা হলো শরীর হলো মেঘ
হাওয়ার বুকে বৈঠা টেনে বাড়ায় গতিবেগ।
ইচ্ছে হলো আরেক শিশুর হবে ঈগল পাখি
নদীর জলে মাছের সাথে করবে মাখামাখি।
খুকী বলে আমি কেনো থাকবো বসে ঘরে
পাতার মতো হাওয়ায় উড়ে গেল বালুচরে।
এমনি করে গাঁয়ের শিশু উড়ছে আকাশ জুড়ে
কেউ গিয়েছে মেঘের বাড়ি কেউ বা পাহাড়চূড়ে।
আকাশ বাতাস পাহাড় নাচে তাদের কাছে পেয়ে
কোথায় গেলো হারিয়ে আহা সোনার ছেলেমেয়ে।
২| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ২:৫৮
নেওয়াজ আলি বলেছেন: নিখুঁত ভাবনা
৩| ২৬ শে আগস্ট, ২০২০ সকাল ৭:৩৭
তানজীম আফরোজ বলেছেন: খুব সুন্দর...।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।