![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখ যতো আসে আসুক
ভয় করো না তাতে
দুঃখগুলো বসত করে
অলস লোকের সাথে।
অলস হয়ে থাকবে যত
দুঃখ-ব্যথা বাড়বে তত
তা বলে কি দুঃখ নিয়ে
কাঁদবে অবিরত?
কোথায় থাকে সুখপাখিটা
কেউ কি বলো জানে?
দুখের পিঠে সুখের বসত
পরিশ্রমের ঘামে।
২| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৬
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার
৩| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ লিখেছেন বরকতউল্লাহ ভাই। লাস্ট লাইনটা দুর্দান্ত।
--
আমিও একটা পুরোনো ছড়া দিয়ে গেলুম
ভাগ্যরেখা
কুঁড়ের রাজা স্বপ্ন দেখে দেশের রাজা হবে-
রাজত্ব কি গাছে ধরে? কে দেখেছে, কবে?
পেটের ভেতর গেলেই হলো একটা কিছু দানা
আমি কি হে অজর জীবন পাব? - না না না না
যে কটা দিন বাঁচতে পারি বাঁচার জন্য খেয়ে
যেটুকু কাজ করতে পারি তাই ভালো সবচেয়ে
পেটের দানা ফলবে হাতে, বীজ বুনেছো তাতে?
হাতের ’পরে ভাগ্যরেখা নাও গড়ে নিজ হাতে
১৭ মার্চ ২০১০ সন্ধ্যা ৬:০৮
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।