![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাগো তুমি জলদী চলে আসো
দেখো আমার পুতুল কেমন করে!
ইশ! ধরে দেখো, যাচ্ছে পুড়ে গা
পুতুল আমার ভুগছে কঠিন জ্বরে।
দেখো না মা, চোখের কোনে কালচে মতো দাগ
আদর দিতেই বলল পুতুল, সামনে থেকে ভাগ!
ভাইয়া তুমি জলদী করে হাসপাতালে যাও
নিয়ে আসো হাতে ধরে, ডাক্তার যাকে পাও
মাগো তুমি বালতি ভরে কলের পানি আনো
কষ্ট কতো পুতুলমণির তোমরা কি তা জানো?
ডাক্তার এসে হাসিমুখে বসলো পুতুল পাশে
থার্মোমিটার দেখেই পুতুল খিলখিলিয়ে হাসে!
০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: কারণ আপনার ভেতরে একটি শিশু বাস করে।
ধন্যবাদ।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৫
শায়মা বলেছেন: ভাইয়া একটা রাইম পড়াই আমি
মিস পলি হ্যাড আ ডলি হু ওয়াজ সিক সিক
সো শি কলড ফর আ ডক্টর টু বি কুইক কুইক কুইক...
০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: দারুন!
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৭
খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছন্দে সুন্দর ছড়া! ভাল লেগেছে। + +
০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমি আনন্দিত।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০১
নেয়ামুল নাহিদ বলেছেন: বাঃ সুন্দর আর মজার ছড়া।
০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
ভাল থাকবেন।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর কবি দা
০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার প্রীতি রইল আপনার জন্য।
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার
০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা।
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৩
নেওয়াজ আলি বলেছেন: অনুপম লেখা I
০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৪
ওমেরা বলেছেন: মনে হয় পুতুলমনিকে করোনাতে ধরেছে।
মজার একটা ছড়া!
০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা।
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৪
ইসিয়াক বলেছেন: ছড়ায় ও ছবিতে মুগ্ধতা।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৪
শায়মা বলেছেন: মজার ছড়া।
ভাইয়া ছোটবেলায় ছড়া আমার এখনও ভালো লাগে।