![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের ভাগ্যটা অনেক ভালো
বৃষ্টির পানি এসে ঘরে দেয় হানা
ঢল ঢল বৃষ্টি এসেছে কালও
নন্দিত বন্দি ঘরে একটানা।
এসো ভাই নেমে পড়ি মিশে যাই জলে
ভেসে যাক ঘরবাড়ি সব যাক তলে
জল হয়ে ঠেলে ঠেলে শহর ঘুরে
তারপর স্রোত হয়ে যাব বহু দূরে।
মনে যত দুঃখ ছিল ফেলেছি জলে
স্রোতে ভেসে বহুপথ যাবে সে চলে।
তারপর দুঃখহীন শহরে বসে
তুমি আমি শহরটা বেড়াব চষে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: জলে যদি দুঃখ না ভেসে যায় তবে মানুষ কেঁদে কেঁদে জল ফেলে কেন!
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৩
রাজীব নুর বলেছেন: শহর চষে বেড়ানোর দরকার নাই এই করোনার মধ্যে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভয়কে যদি জয় না করি
জয়-পরাজয় কীশে?
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৬
চাঁদগাজী বলেছেন:
পানি সব দু:খ ধুয়ে মুছে নিয়ে যায়?