নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আজব গল্প

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৬

ঘটাংঘট শব্দে দরজা খুলে গেল। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারের গভীর থেকে ধীরে ধীরে ভেসে উঠল ভয়ংকর দুটি চোখ। চোখের কুঠরি থেকে ঠিকরে বেরিয়ে আসছে আলো। পিন্টু ধপাস করে পড়ে গেল মাটিতে। সাথে সাথে ঘরটা ফর্সা হয়ে গেল। মোচড় দিয়ে উঠে দেখল সামনে কিছু নেই। পেছনে দাঁড়িয়ে আছে তার সমান একটা ঘুড়ি! তার চোখ বন্ধ হয়ে এলো।

একি! পিন্টু তো এখনও ঘুমুচ্ছে। মেলাতে যাবে না? আয় তার মাকে গিয়ে বলি। তার মা বলল, পিন্টুটা এখনও যায়নি? বলো কি! তিনি আঁচলে হাত মুছতে মুছতে এসে দেখেন পিন্টু উপুড় হয়ে শুয়ে ঘুমুচ্ছে। আজ তোর কী হয়েছে শুনি? রবি, কামাল রেডি হয়ে এসে দাঁড়িয়ে আছে আর তুই এখনো...। ওঠ, ওঠ বাবা ওঠ জলদি রেডি হয়ে নে। চট করে চারটে খেয়ে ওদের সাথে মেলা থেকে ঘুরে আয়, যা। বাবারা তোমরা একটু বসো।

দুটি চোখ আরেকটা ঘুড়ি, কথাটি দুই বার পাড়ল পিন্টু। তোরা খাটের তলে দেখ, দরজার চিপায় দেখ, চাঙে উঠে দেখ। দুটি চোখ আরেকটা ঘুড়ি। এসব কী বলছিস তুই?
আরে দেখ্ না। ভয়ংকর কাণ্ড। মাথা আমার ভন ভন করছে। মাথার ভেতরে দুটি চোখ আরেকটা ঘুড়ি ছাড়া কিছুই নেই। গোলমাল লাগছে সব।

দুই.
খট করে একটা শব্দ হতেই পিন্টু ভাতের থালাসহ খাটের উপর চিৎ হয়ে পড়ে গেল। তার মুখের ভাত মুখেই আছে, সরছে না। পিন্টুর কাণ্ড দেখে রবি আর কামাল খলখলিয়ে হেসে উঠল। বলল ঘটনা কি, এমন লাফিয়ে উঠলি যে!
কেনো দেখিসনি? ঘুড়ি!
ধুর, কী সব আবোল তাবোল বকছিস তুই। একটা বিড়াল চাঙ থেকে লাফিয়ে পড়ল। ঘুড়ি দেখলি কই।
এসব বাদ দিয়ে তাড়াতাড়ি খেয়ে নে তো। টাইম নেই।

ঝটপট রেডি হয়ে নিল পিন্টু। মেলাতে যাচ্ছে তারা।
অর্ধেক পথ যেতেই দেখে হাতে ঘুড়ি নিয়ে মেলা থেকে ফিরে আসছে পিন্টু।
রবি আর কামাল পেছনে তাকিয়ে দেখে, কেউ নেই!!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৫

শোভন শামস বলেছেন: আজব বটে!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৬

ব্লগার মুহাম্মদ রাসেল বলেছেন: ঘটনার মোড়টা অসাধারন

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটা সোটা লাল টক্‌টকে একটা বেড়াল গোঁফ ফুলিয়ে প্যাট্‌ প্যাট্‌ করে আমার দিকে তাকিয়ে আছে ।
আমি বললাম, 'কি মুশকিল ! ছিল রুমাল, হয়ে গেল ...

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: রায় সাহেবের গল্প থেকে...

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২২

নেওয়াজ আলি বলেছেন: ভাল লাগলো লেখাটা।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন: পিন্ট ভাতের থাকা সহ পড়ে গেলো!!!! আজিব!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.