![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীর পাড়ে কাশের বনে ঢেউ খেলে যায় হাওয়া
দৃশ্য আহা এমন মজার যায় না কোথাও পাওয়া।
ছুটে গেলাম বনের ভেতর আদর দিল ফুলে
নিলাম কিছু হাতের মুঠোয় কিছু দিলাম চুলে।
ফেরার সময় কাশের পরি বলল আমায় ডেকে
খোকা তুমি কাশের বনে যাও না ক'দিন থেকে।
পরির সাথে থেকে গেলাম ঘুরছি বনে বনে;
কী আনন্দ উড়ে বেড়াই সুখ পেয়েছি মনে।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আর আমার মন ভাল হয়ে গেল আপনার মন্তব্য পড়ে।
ভাল থাকবেন।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০০
সাজিদ উল হক আবির বলেছেন: সরল আনন্দের প্রকাশে শুভেচ্ছা জানাই।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৯
রাজীব নুর বলেছেন: এই ব্লগে ছটদের জন্য শুধু মাত্র আপনি একাই লিখেন।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: বড়োদের নিয়ে লিখতে পারি না বলে ছোটোদের নিয়ে লিখি।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার, পছন্দ হয়েছে খুব।
কাশের বনে বনে দুলিছে ক্ষণে ক্ষণে--
গাহিছে সজল বায়, "আ য় আ য় আয়।'
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার পছন্দ হয়েছে মানে আমি আনন্দিত হয়েছি।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৬
নেওয়াজ আলি বলেছেন: সৌন্দর্যময় কথামালা ।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার প্রীতি রইল।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইশশ
আপনি পরীর দেখা পেয়ে সাথেও রয়ে গেলেন
আহা কত্ত রাত পরীর স্বপ্নে বিনিদ্র গিয়েছে
হা হা হা
+++
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০২
বিএম বরকতউল্লাহ বলেছেন: দাদা আফসোস করবেন না মেোটেও।
আপনি পরীর সঙ্গে থাকতে চান কি না বলুন। আমি ব্যবস্থা করে দিচ্ছি।
হাঃ হাঃ
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৮
সাগর শরীফ বলেছেন: আহা! সকাল সকাল কি সুন্দর ছন্দ। দিনটা বোধহয় ভাল যাবে স্যার।