![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ময়না আমার কয়না কথা
খায়না দুধ ও কলা
ধমক দিয়ে রাগ দেখায়ে
যায়না কিছু বলা।
কি হলো যে ময়না পাখির
কীসের ব্যথা মনে
উদাস মনে পাখনা দু'টি
মেলে ক্ষণে ক্ষণে।
ময়না আমায় বললো কেঁদে
ভাল্লাগে না খাঁচা
ভাল্লাগে না বন্দি জীবন
এমন করে বাঁচা
এই না শুনে ছেড়ে দিলাম
বন্দি খাঁচার পাখি
উড়ে গেল মায়ের কাছে
পিয়া পিয়া ডাকি।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত মি. সাগর।
আমারও ভাল লাগল।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৩
খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছন্দে বন্দী পাখির যাতনা কবিতায় ব্যক্ত হয়েছে।
প্রথম ভাল লাগাটি রেখে গেলাম। + +
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার প্রথম ভালোলাগাটি আমাকে আপ্লুত করেছে।
ভাল থাকবেন।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৪
সাবিনার বচন বলেছেন: ছড়াটাও ময়নার মত সুন্দর!
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
আমার প্রীতি নিন।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আপনার বিষয় ভাবনা বিস্ময়কর এবং লেখাগুলো সাবলীল ও স্বতঃস্ফূর্ত, আমার খুব ভালো লাগে।
ময়না আমায় বললো কেঁদে
ভাল্লাগে না খাঁচা
ভাল্লাগে না বন্দি জীবন
এমন করে বাঁচা
এ স্তবকে একটা মাত্রা বেশি হয়ে গেছে।
ডাকি (ডাকিয়া) শব্দটাও বদলে ফেলতে পারেন।
এই না শুনে ছেড়ে দিলাম
বন্দি খাঁচার পাখি
উড়ে গেলো মায়ের কাছে
ছিন্ন করে 'রাখি'।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার সুচিন্তিত মতামত আমার ভাল লেগেছে।
আপনার সংশোধিত চার লাইন গৃহীত হলো।
তবে এখানে রাখি শব্দটি ছন্দমিলে যতটা লাগসই শিশুদের কাছে শব্দটি তত পরিচিত না।
আমার শুভেচ্ছা নিবেন।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার ছড়া
১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১২
শোভন শামস বলেছেন: ময়নার মত সুন্দর +++
১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৫০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ময়নার মতো ধন্যবাদ দিলাম।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৫০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৬
সাগর শরীফ বলেছেন: বাহ্! বড়ই সুন্দর। খুবই ভাল লেগেছে স্যার।