নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মজিদ কাকার পুত!

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৬


বাজার থেকে ফিরছি গভীর রাতে
অন্ধকারে কেউ ছিলনা সাথে,
গভীর বনের সরু পথটি ধরে
হাঁটছি একা দোয়া-দরুদ পড়ে;
লোম গুলো সব দাঁড়িয়ে গেল ডরে
পেছন দিকে তাকাই বারে বারে।

হঠাৎ দেখি নড়ছে গাছের মাথা
হাওয়া ছাড়াই পড়ছে সবুজ পাতা
ওই যে লম্বা তাল গাছটার ডগায়
কান্না-হাসির আওয়াজ পাওয়া যায়;
সাহস করে দিলাম জোরে হাঁটা
কে যেন রে ধরলো চেপে পা-টা;
ভাবছি, হয়তো হবে লতা-পাতা
ছমছমিয়ে উঠলো আমার গা-টা।

গরম হাওয়া বইছে এলো মেলো
শরীর ঘেষে কে যেন কে গেল!
অন্ধকারে যায়না কিছু দেখা
ভয়ে আমি কাপছি ভীষণ একা।

কে যেন সামনে এসে বাড়িয়ে দিল হাত
অন্ধকারে দেখছি একি! লম্বা দুটি দাঁত
কেরে তুই কে? নাকি মজিদ কাকার পুত?
সামনে এসে দাঁড়ালো এক মস্ত বড় ভূত!


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: রাতের বেলা বাজার করা ভালো না।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১০

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল যে কতটুকুন তা তো বুঝতেই পারছি, ভূতের কবলে পড়ে।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৯

মাস্টারদা বলেছেন: ভালোই তো

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১০

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৫

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল হয়েছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১০

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.