![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাজার থেকে ফিরছি গভীর রাতে
অন্ধকারে কেউ ছিলনা সাথে,
গভীর বনের সরু পথটি ধরে
হাঁটছি একা দোয়া-দরুদ পড়ে;
লোম গুলো সব দাঁড়িয়ে গেল ডরে
পেছন দিকে তাকাই বারে বারে।
হঠাৎ দেখি নড়ছে গাছের মাথা
হাওয়া ছাড়াই পড়ছে সবুজ পাতা
ওই যে লম্বা তাল গাছটার ডগায়
কান্না-হাসির আওয়াজ পাওয়া যায়;
সাহস করে দিলাম জোরে হাঁটা
কে যেন রে ধরলো চেপে পা-টা;
ভাবছি, হয়তো হবে লতা-পাতা
ছমছমিয়ে উঠলো আমার গা-টা।
গরম হাওয়া বইছে এলো মেলো
শরীর ঘেষে কে যেন কে গেল!
অন্ধকারে যায়না কিছু দেখা
ভয়ে আমি কাপছি ভীষণ একা।
কে যেন সামনে এসে বাড়িয়ে দিল হাত
অন্ধকারে দেখছি একি! লম্বা দুটি দাঁত
কেরে তুই কে? নাকি মজিদ কাকার পুত?
সামনে এসে দাঁড়ালো এক মস্ত বড় ভূত!
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল যে কতটুকুন তা তো বুঝতেই পারছি, ভূতের কবলে পড়ে।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৯
মাস্টারদা বলেছেন: ভালোই তো
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১০
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৫
সাহাদাত উদরাজী বলেছেন: ভাল হয়েছে।
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: রাতের বেলা বাজার করা ভালো না।