![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাটে আমার চায় না যেতে মন
সব জিনিষের মূল্য অনেক বেশি
চড়া দামে ভেজাল জিনিষ খেয়ে
কেমন করে শক্ত রাখি পেশি!
দ্রব্য মূল্য ছুটছে ঘোড়ার মত
বেতন আমার বাড়ছেনা যে মোটে,
দিনে দিনে মলিন হয়ে গেলাম
হাট বাজারে ঠেলাঠেলির চোটে!
কোথাও আমার ভাল্লাগে না আর
থাকি কেবল নিজকে আড়াল করে,
হাটে না হয় যুদ্ধ করে বাঁচি---
যায় না বাঁচা কেবল আমার ঘরে।
আমি এখন চাকরি করি ঢাকায়
সবাই জানে আছি মহা সুখে
বাহির দেখে কেউ বুঝে না হায়
কত গুলো দঃখ আমার বুকে!!
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: এর ধারনা যতটা ভাল অভিজ্ঞতা ততটা সুবিধের না।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০২
নেওয়াজ আলি বলেছেন: অনুপম রচিত ।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়াটা যেমন অসাধারণ, এর অন্তর্নিহিত দুঃখবোধ তেমনি মনকে বিষাদে ভরে তোলে। একজন চাকরিজীবীর কষ্টময় জীবন ও মনের কষ্ট ফুটে উঠেছে। লাস্ট প্যারাটা সব থেকে বিষাদময়।
দু-একজন জায়গায় মাত্রায় কিছুটা বেশ-কম হয়েছে, যা ইগনোরেবল। নিজেকে না বলে 'নিজকে' বললেও হয়। 'দুর্বল' শব্দটাও একটু ঝামেলা করেছে।
অনেক অনেক শুভকামনা।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
আপনার সুচিন্তিত মতামতের জন্য অনেক ধন্যবাদ।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৯
রাজীব নুর বলেছেন: ভীষন মজার।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩০
বিএম বরকতউল্লাহ বলেছেন: সবচেয়ে কষ্টের ভেতরে যখন রজীব নুর সাহেব মজা খুঁজে পান তখন আর দুঃখ বলতে কিছুই অবশিষ্ট থাকে না!
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার পরিমার্জন/সংশোধন করার ট্যালেন্টও অসাধারণ। আমি নিজেও ভাবছিলাম 'দুর্বল' শব্দটা বদলে কী দেয়া যেতে পারে, কিছু পাই নি, আপনি মুহূর্তেই ওটা 'মলিন' করে দেয়ায় এখন মনে হচ্ছে আরো বেশি হৃদয়গ্রাহী হয়েছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪২
চাঁদগাজী বলেছেন:
একটা সমবায় দোকান চালু করার চেষ্টা করেন।