![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেংরা বলে টেংরিকে
মারবো তোকে ল্যাং
ঠোঁট বাকিয়ে টেংরি বলে
আছে নাকি ঠ্যাং!
ল্যাং মারতে ঠ্যাং লাগেনা
লেজ পাকানো বারি
ইচ্ছে হলে দেখতে পারো
টেষ্ট করতে পারি।
শক্ত কাটায় খোঁচা মেরে
রক্ত ঝরাবোা
লম্বা মোছে নাক বেধে
বেদম ঘুরাবো।
বাড়াবাড়ি করিস যদি
খামচে দেবো মুখ
বুঝবে তখন বাড়াবাড়ির
কেমন তরো সুখ!
এইনা শুনে ধুন্ধুমা ধুম
আচ্ছা মারামারি
নাক ছিঁড়েছে মুখ চিড়েছে
রক্তে গড়াগড়ি।
কেউ হারেনা কেউ ভাগেনা
কেউ দমেনা মোটে
গতর ছিঁড়ে রক্ত ঝরে
মারামারির চোটে।
অবস দেহে টেংরা টেংরি
ভাসছে ঘোলা জলে
মওকা পেয়ে চিল বকেরা
আসছে দলে দলে।
এইনা দেখে টেংরা টেংরি
হাত রেখেছে হাতে
হয়নি কিছু ভাবটা নিয়ে
চলছে একই সাথে।
ঝগড়া-ফ্যাসাদ বিপদ আনে
করে পথ ভ্রষ্ট
ভালোবাসায় সুখ আনে
এ কথাটা পষ্ট।
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার ছড়া
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৫
রাজীব নুর বলেছেন: ভেরি ফানি।
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ। মারামারি, কামড়াকামড়ি ভালো না। মোরাল ভালো ছিল।