নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

হেঁটেই যাব ঢাকা!!

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৪


পণ করেছি এখন থেকে
হেঁটেই যাব ঢাকা
হাঁটব কেবল দেখব যখন
রাস্তা খানি ফাঁকা।

ঢাকা শহর অনেক দূর
লাগবে অনেক ঘন্টা
এই করোনায় চড়তে গাড়ি
চায় না আমার মনটা।

আগের দিনে মানুষ যেমন
যেতো ঢাকায় হেঁটে
সংগে করে রুটি, চিঁড়া
পান সুপারি বেটে।

তেমনি করে এই যে আমি
যাচ্ছি হেঁটে ঢাকা,
ভয় করে যে কখন জানি
ওল্টে গাড়ির চাকা।

কষ্ট করে ঢাকায় গিয়ে
গাইব একটি গান,
মাস্ক পরে চল জীবনটা ভাই
অনেক মূল্যবান।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


সবাই মাস্ক পরলে টিকা কেনার দরকার হবে না।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: দরকার হলেও এর দাম নাগালের মধ্যে থাকবে কি না বলা যায় না।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩২

ইসিয়াক বলেছেন: কবিতায় ভালো লাগা।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৪

শোভন শামস বলেছেন: কবিতায় ভালো লাগা।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:
জানি সবাই মানি না
এইতো সমস্যা অন্য কিছু না,
অবহেলা করো না লয়ে করোনা
জীবন গেলে পরে আর ফিরে পাবে না।।

+++

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ চমৎকার!

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫২

নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য প্রকাশ ।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১২

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ রইল।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৯

রামিসা রোজা বলেছেন:
হেঁটে গিয়ে যে গানটি গাইবেন পরবর্তী পোস্টে সেই গানটি
শোনার অপেক্ষায় থাকলাম ‌।
সুন্দর কবিতা।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভারি বিপদে পড়লাম!
আপু পরের পোষ্টে পরের গান শুনতে চাইছেন। এখন কী করি!
আল্লাহ্ ভরসা।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৯

মুজিব রহমান বলেছেন: হাঁটতে হাঁটতে ঢাকা পার হয়ে আমাদের বিক্রমপুরেও আইসেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: হাঃ হাঃ ভারি আনন্দ লাগছে আমার দাওয়াত পেলাম বলে।
আমি ১৯৯৯ সালে হাঁসাড়াতে ছিলাম। ভাল লাগা মানুষের কথা এখনও আছে মনে।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কচ্ছপ থাকে সদা উৎসবে মেতে।
এক দিন সাধ হলো রাজধানী যেতে।
চার পায়ে লাগিয়ে সে চারখানা চাকা।
নিজে নিজে গাড়ি সেজে এসে গেল ঢাকা।

ঢাকা এসে ঢাকা -
দেখে ওমা , হরতাল পথ-ঘাট ফাঁকা!

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: দারুন লিখেছেন আপনি। বেশ মজা পেলাম। শুভ কামনা।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫০

রিনা রহমান বলেছেন: চমৎকার

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: আমার রাগ হলেই আমি হেঁটে এয়ারপোর্ট চলে যাই। আমি অনেক হাঁটতে পারি।

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: রাগের উপ্রে আছেন।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৫

জাহিদ হাসান বলেছেন: এদিকে হেঁটে হেঁটে উগান্ডা চলে যাওয়ার ঘোষণা দেওয়া আমি-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.