![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেগুন গাছে টুনটুনিরা বাঁধলো ছোট বাসা
এইনা দেখে বিড়াল ছানার জাগলো কীযে আশা
খাতির করে বিড়াল ছানা টুনটুনিরে কয়
থাকতে আমি এই বাড়িতে তোমার কীসের ভয়?
এইনা শুনে ডিম ফুটালো বাচ্চা হলো দুই
বলল হেসে বিড়াল ছানা একটু খানি ছুঁই।
টুনটুনিটা মাথা নেড়ে যেইনা দিল সায়
বিড়ালছানা বাচ্ছা ধরে কড়মড়িয়ে খায়!
শক্র যখন বন্ধু সেজে তোমার ঘরে আসে
বলতে মানা মনের কথা যতই ভালবাসে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
বিড়ালছানাও একটা ছানা, উহাকে আপনি জল্লাদ বানাচ্ছেন কেন?
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১১
বিএম বরকতউল্লাহ বলেছেন: বিড়ালছানাকে জল্লাদ বানানো হয় নি। আপনি জানেন বিড়ালছানা শিকারী প্রাণী। এখানে ছানার বৈশিষ্ট্যকে তুলে ধরে সতর্ক করে দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাস্ট দুই লাইনে ছড়া অর্থবহ হয়ে উঠলো।
দুটা বানান ভুল - বাচ্চা, শত্রু।
এইনা - দু বার হয়ে গেছে, আবার আছে যেই না। ভেবে দেখুন।
আপনার ছড়াগুলো অসাধারণ হচ্ছে। এই ব্লগে আপনিই 'ছড়ার রাজা'। ভালো ছড়া লিখেন লুৎফুরমুকুল, নীচু তলার উকিল। কিন্তু তারা অনুপস্থিত। আপনি চালিয়ে যান। শুভ কামনা।