নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

চন্দনা এবং সুখ ও স্বপ্ন

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০০


চন্দনা
কলসি কাঁখে পানি আনে, এঁকে বেঁকে ছন্দময়
গুনগুনিয়ে গান গায় সে নাচতে পারে মন্দ নয়।
দুপুরবেলা নূপুর পায়
পুকুরঘাটে গাছের ছায়
খেলার ছলে ঝগড়া করে, কারো সাথে দ্বন্দ্ব না
চঞ্চলা সে লক্ষ্মী মেয়ে নামটি যে তার চন্দনা।

সুখ ও স্বপ্ন
ঘানির জোয়াল কাঁধে নিয়ে ভাবে গরু মনে
গ্রাম পেরিয়ে শহর ছেড়ে উঠব দূরের বনে।
সরষেগুলো খৈল হয়ে যায় কলুর হাসি ফোটে
চোখের বাঁধন খুলেই বলদ কষ্টে কেঁদে ওঠে।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: চন্দনা এবং সুখ ও স্বপ্ন দারুন অর্থবোধক।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৮

মিরোরডডল বলেছেন:

চন্দনা ছড়াটা যেমন সুন্দর হয়েছে, ছবির চন্দনাকেও আমার ঠিক সেরকম মনে ধরেছে ।
ছবিটা কোথায় পেয়েছেন ? I wish I could meet her !

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
ওর ঠিকানা আমার কাছে নেই। জানিনা সে এখন কোথায় আছে।
আপনার সদিচ্ছাটুকু আমাকে প্রেরণা দিচ্ছে।
আমার শুভেচ্ছা গ্রহণ করুন।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩১

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

এম ডি মুসা বলেছেন: আপনার কবিতা খুব ভালো লাগছে

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩২

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত। আমি আনন্দিত।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: চন্দনা এবং ছড়া অতুলনীয়।পড়ে মন ভরে গেল।
পাঁচ শের সরিষা নিয়ে কতো দিন গেছি এই ঘানিতে তেল করে আনতে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
হ্যা অতীতের সেই কথাই মনে করিয়ে দিলেন। ধন্যবাদ।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২২

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার ভাবনায় সৃজনশীল  লেখা ।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.