![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুরের ঘায়ে ঝড় উঠেছে জলে
পেছন থেকে কে দিলরে তাড়া
তীরের বেগে যাচ্ছে ছুটে মোষ
শান্ত বিলের প্রান্ত দিশাহারা!
কাকের বাসায় ডিম পেড়ে যায় কোকিল
রেগে মেগে আনলো কাকে মস্ত বড়ো উকিল!
উকিল-কোকিল-কাকের মাঝে হয়না যখন মিল
কাক-কোকিলের ডিম খেয়ে যায় দুষ্টু ভুবন চিল।
০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: জি ভাই এন্টেনা একটু ঘুরিয়ে দিলাম আর কি!
২| ০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: কাক রেগে মেগে উকিল নিয়ে এলো!!!!!!!!!!!!!!!!
০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক ধরেছেন আপনি।
৩| ০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১:২০
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
৪| ০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ২:১২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওহ্! চমৎকার ছন্দ।
০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
আমি আনন্দিত।
৫| ০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ২:১৫
জাহিদ হাসান বলেছেন:
ভাবী কেন অভাবী, শান্ত কেন অশান্ত?
চারদুগুণে আট হলে যায় কি ভাবা?
বাংলা সিনেমার নাম -ড্রাইভার কেন বাবা?
০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ দারুন বকে দিয়েছেন দেখছি!! হাঃ হাঃ
শুভ কামনা রইল।
৬| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৯
এম ডি মুসা বলেছেন: আপনার স্বরবৃত্তের কবিতাটি আমার কাছে খুব ভালো লেগেছে
৭| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ১২:৩৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমাদের কয়েকটা গরুর সাথে দুট মোষ ছিল।একটার পিঠে চড়ে আরেক টার নাক ফুট করা দড়ি ধরে ক্ষেতের আলে খাওয়াতাম।ছড়া পড়তে পড়তে সে সব দিনের কথা মনে পড়ে গেল।সুন্দর লিখেছেন
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৬
নেওয়াজ আলি বলেছেন: আপনি এখন ছোট ছোট অনুতে জমিয়ে দিচ্ছেন । ঐক্যই শান্তি