![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ মা, বোনের বিয়ে, দেখছে হিসেব করে
মিলছে না তাই আচমকা সে, পাকখেয়ে যায় পড়ে
জানি না সে উঠেছিল; কার হাতটি ধরে।
পাগলীমায়ের পাগল মতো একটি অবুঝ ছেলে
কোথায় থাকে কী যে করে মাকে দূরে ফেলে।
না খেয়ে মা কোঁচড় ভরে ভিক্ষে করা ভাতে
ইচ্ছে করে ছেলের মুখে খাওয়ায় নিজের হাতে।
ভাতের থালা সামনে দিয়ে দেখে ছেলের খাওয়া
এই শহরে পাগলী মায়ের এটাই বড় পাওয়া।
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: লেখা আপনার হৃদয় ষ্পর্শ করেছে জেনে আমি আনন্দিত।
শুভ কামনা।
২| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৬
রাজীব নুর বলেছেন: আহারে---
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: কষ্ট!
৩| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২২
শোভন শামস বলেছেন: সুন্দর কবিতা, আবেগঘন
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ রইল।
৪| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩১
মিরোরডডল বলেছেন:
আহা ! কি যে খারাপ লাগছে দেখে ।
এতো কষ্ট কেনো এক জীবনে !!!
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
এতটা সুখ আছে বলেই এতটা কষ্ট!
৫| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: সমাজের নির্মম বাস্তবতা নিয়ে সুন্দর কবিতা। ছবিও মানুষকে তাহলে লিখতে উদ্বুদ্ধ করে।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৫৬
আলমগীর সরকার লিটন বলেছেন: আমি জানি এই কবিতা পাঠ করলে অশ্রুজল ঘটবে