![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাদা, ইচ্ছে যখন হয়েছে আমার বলেই ফেলি শোনো
ঘোড়ায় চড়ার সাধ জেগেছে, মিথ্যে বলিনি কোনো।
পিটা তুমি বাঁকা করে ঘোড়াটি হয়ে থাকো
ইচ্ছেপূরণ লক্ষ্মী দাদা, আমার কথাটি রাখো।
চাবুক হাতে বীরের মতো বসেছে দাদার পিঠে
চটাং চটাং চাবুক খেয়েও বলছে দাদা, মিঠে।
নাতির ইচ্ছে পূরণ করেন দাদারা প্রতি দিনই
জানি না কেউ দাদার কাছে নাতিরা কত ঋণী!
২০ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:০২
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ জেনে ভাল লাগল। আরেকজন শিশুসাহিত্যিক পেয়ে যাব।
এখনই যাচ্ছি দেখতে! শুভ কামনা।
২| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪৮
এম ডি মুসা বলেছেন: খুব সুন্দর হয়েছে শুভেচ্ছা নেবেন।
২০ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:০২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা রইল।
৩| ২০ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১২
পদ্মপুকুর বলেছেন: আমার জন্মের একমাস আগে দাদা মারা গেছেন, দাদার কাছে ঋণী হওয়ার সুযোগ আমার হয়নি। যাদের সে সুযোগ হয়েছে, তারা অনেক সৌভাগ্যবান।
স্যার, তৃতীয় লাইনের প্রথম শব্দটা সম্ভবত পিঠটা হবে।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
আজ আমি আপনার দেখাদেখি শিসুদের জন্য একটা গল্প লিখেছি।
পড়বেন। কেমন হয়েছে ঝানাবেন।