নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বাংলা মাটির দানে

২২ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:২৬


হেমন্তিকার হিমেল হাওয়া বইছে ধীরে ধীরে
আকাশ থেকে মেঘমেয়েরা যাচ্ছে ঘুরেফিরে।
সাঝেরবেলা কুয়াশারা আসে খেলার ছলে
গভীর রাতে মাটি ছুঁয়ে বেড়ায় দলে দলে।
সাদা নীলে মাখামাখি আকাশ নুয়ে আসে
সকালবেলা ঘাসে ঘাসে মুক্তোদানা হাসে।
ঘরে বাইরে বউ ঝিয়েরা ব্যস্ত বিষম কাজে
নতুন বধূ কাজ ধরেছে আঁচল টেনে লাজে।
উপচে পড়ে চাষীর গোলা নতুন সোনার ধানে
শীত নবান্নে হাসি ফোটে বাংলা মাটির দানে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৫০

আলমগীর সরকার লিটন বলেছেন: হেমন্তের নবান্ন শুভেচ্ছা রইল কবি দা

২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার ভালবাসা নিন।
ভাল থাকবেন।

২| ২২ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



এটা কোন বে্যাদব অন্চল, বাংগালীরা মহিলারা মাঠে কাজ করছেন?

৩| ২২ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:



এটা কোন বেয়াদব অন্চল, *বাংগালী মহিলারা মাঠে কাজ করছেন?

২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০২

বিএম বরকতউল্লাহ বলেছেন: সম্ভবত যশোর।।গৃহস্থালী কাজে যেখানে নারী-পুরুষের সমান অধিকার লক্ষণীয়।

৪| ২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৪

Anwar shah বলেছেন: ভাই! আমার লেখা প্রথম পৃষ্ঠায় আসছেনা কারণ কি?

২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: সময় হয় নাই বোধ হয়।
মডারেটরদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন।

৫| ২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: বাংলা মায়ের একপাল দামাল ছেলে পেলে সারা বিশ্ব ছড়িয়ে আছে। তাদের দেশের জন্য সীমাহীন ভালোবাসা আছে দেখতে ভালো লাগে।

২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: এতো দেখি বড় আধ্যাত্বিক ধরনের মন্তব্য!!

৬| ২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৩

নেওয়াজ আলি বলেছেন:
ভীষণ ভালো লাগল লেখাটি।

২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।

৭| ২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " সম্ভবত যশোর।।গৃহস্থালী কাজে যেখানে নারী-পুরুষের সমান অধিকার লক্ষণীয়। "

-মাঠের কাজে নারীকে আনাটা অধিকারের নিষয় নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.