![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবুল মিয়ার বুড়ো দাদা, হা-করেই থাকে
আগে পিছে যাকে দেখে, তাকেই কাছে ডাকে।
`অই মিঞা কেডা তুমি বাফের নাম কও
চোহে মুহে দেহিনাতো সামনে আইয়া বও।
মাইনষে ভরা বাড়ি-ঘর আমার ঘরই ফাঁকা
কতা কইলে শওয়াল করে কেমুন জানি বাঁকা।'
বুড়োর সাথে মনের টানে কেউ বলেনা কথা
একলা ঘরে বসে থাকে কঠিন নীরবতা।
জমে আছে কত কথা বুড়োদাদার পেটে
কথা বলার নাতিগুলো পড়ে থাকে নেটে।
২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
২| ২৭ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৫
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ছড়া না বুড়োর জীবন!
৩| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ, বয়স্কদের জন্য নরক!
২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: এখন চাকরি থেকে যারা অবসরে যাবেন তাদেরকে একটি করে ল্যাপটপ দিয়ে দেওয়া উচিৎ।
বাসায় বসে ব্লগ ফেসবুক ইত্যাদি করে সময় পার করবে।
৪| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ছবিটা দেখে আমার নানার কথা মনে পড়ে গেল।আপন নানার বড় ভাই।প্রতাপশালী চেয়ারম্যান ছিল।৭০ এর আগে আমি যখন নানা বাড়ী যাই তখন ঐ নানার বড় ছেলে চেয়ারম্যান।মামার ছিল তিন বৌ১২/১৪ জন ছেলে মেয়।আমি গেলে নানা বলতো ভাই আমার পাশে একটু বস,আমার সাথে কথা বলার কেউ নেই।
মাঝে মাঝে ভাবি আজকে আমার অবস্থাও নানার মতই।
২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: না, আপনার অবস্থা নানার মতই নয়।
আপনি ব্লগে ফেসবুকে ঘুরছেন দেখছেন।
এখন নাতিরা আশপাশে ঘোরাঘুরি করলে বরং আপনি রাগ করবেন।
কি ঠিক বলিনি আমি?
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ স্পর্শকাতর---------