![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শৈশবে আজ হঠাৎ গেলাম চলে
ছবি দেখেই মিষ্টিরসে করছি হাপুস হুপুস
স্মৃতির পাতা ভিজল চোখের জলে
হাফপ্যান্ট পরে আপনমনে খাচ্ছি লেবেনচুষ!
সবুজ মাঠের অবুজ শিশু ফুল ফসলের সাথী
ধুলো-কাদায় জলে-ডাঙ্গায় করছে মাতামাতি।
মাঠের আদর হাতে তুলে বিলায় পথে পথে
সকাল বিকেল সন্ধ্যে কাটে সরু আলের রথে
সবুজ মাঠের লক্ষ্মী এরা স্বাধীন ছেলেমেয়ে
গর্ব করে ফুল-ফসলে তাদের কাছে পেয়ে।
ওদের কিছু কয় না কেহ ওরা মাঠের রাজা
মাঠের গরু ছাগল ভেড়া ওদের নীরব প্রজা।
২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: জি।
২| ২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৬
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেককিছুই মনে পড়ে গেলো কবি দা
২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: কী কী পড়েছে মনে? শৈশবের দিনগুলি!
৩| ২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৫০
রামিসা রোজা বলেছেন:
ছবিসহ চমৎকার শৈশবের কবিতা ।
২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
ধন্যবাদ নিন।
৪| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লিখেছেন। পড়তে পড়তে আমিও শৈশবে ঘুরে এলাম।
২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভালই হলো শৈশবে ফিরে গেলেন!
৫| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৯
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
৬| ২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: চার আনার চকলেট
২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: না, আরো কম।
৭| ২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৯
জাফরুল মবীন বলেছেন: ছবিটা কবিতার বক্তব্যকে ছাপিয়ে গেছে।
২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
আমার ধন্যবাদ গ্রহণ করুন।
৮| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৪
ইসিয়াক বলেছেন: কবিতা খুব ভালো লাগলো। ছবিও সুন্দর।
২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনিও ভালো।
ভাল থাকবেন।
৯| ২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৪
পদ্মপুকুর বলেছেন: এ ধরনের স্বতপ্রণোদিত উচ্ছলতা হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে। গ্রামে গেলে দেখি- যে ছেলেদের মাঠে থাকার কথা, তারা সব নির্জন যায়গায় সারি সারি বসে মোবাইলে চোখ রেখে বসে আছে। খুবই পীড়াদায়ক দৃশ্য।
এই সব উচ্ছলতা হারিয়ে যাচ্ছে দেখেই আপনার ছড়ার মত উচ্ছল ভাবনাগুলোও আসছে না।
২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
আপনি ঠিক কথাটাই পাড়ছেন।
আমাদের শিশু-কিশোরেরা পাচ্ছে না তাদের পাওনাগুলো।
আমার শুভেচ্ছা নিন।
১০| ২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৪৭
আমি সাজিদ বলেছেন: এই লেবেনচুষগুলো শেষ আমরাই খেয়েছিলাম, এরপর প্রায় হারিয়ে গেল কিভাবে যেন! ছবিটা চমৎকার।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:০৭
শায়মা বলেছেন: এগুলো কি কচুরীপানা ফুল?