![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোকেস ভরা পুতুলগুলো তাকিয়ে আছে আমার দিকে
একটি পুতুল হাত বাড়িয়ে ডাকলো আমায়
যেই বলেছি, ‘কাছে আসো আদর করি।’
অভিমানে মুখ ফেরালো তিনটি পুতুল
আমি নাকি অনেকটাই বদলে গেছি
ডাকলে আমি দেই না সাড়া
ব্যস্ত থাকি।
আর কটা তো শিশুর মতন ছোট ছোট
চোখের পানি গড়িয়ে ওদের গাল ছুঁয়েছে
মুখের কথা চোখের জলে বলল ওরা।
দুটি আছে দস্যি মতন দুষ্টু পাজি
ওরা আমায় মারবে বলে ভাব দেখিয়ে
অশ্রুবিহীন চোখে কেমন তাকিয়ে আছে।
এতটা দিন ওদের ছেড়ে দূরে ছিলাম
ভাবতে আমার অবাক লাগে!
পুতুল ছিল ঝগড়া এবং খেলার সাথী, প্রাণের সাথী
ওদের গায়ে হাত দিয়েছে, জানতে পেলে
খামছি কিলে ভাইকে আমি তাড়িয়ে দিতাম।
হায় শিশুকাল! হায় শিশুকাল!!
কবে কোথায় হারিয়ে গেলো!
হঠাৎ করে
মোচড় দিয়ে জেগে ওঠে
একটি শিশু বুকের ভেতর।
ওরে পুতুল, ওরে যাদু সোনা-মানিক
আয় বুকে আয় তোদের সাথে খেলা করি
আগের মতন
আবার আমি শিশু হবো।
২| ২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:১৯
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক অনুভূতির ছুঁয়া
৩| ২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রতিটা মানুষই নিজের ভেতর একটা আস্ত শিশু। ৯ কি ৯০ বছরেও সে নিজের কাছে আর মায়ের কাছে শিশু থাকে।
সুন্দর লিখেছেন।
শব্দটা বোধহয় 'শোকেস' হবে। শু-কেস তো মনে হয় জুতা রাখার কেস
শুভেচ্ছা বরকতউল্লাহ ভাই।
৪| ২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: এই বেশ ভালো আছি
৫| ২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: ভালো কথা।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৫৮
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।