নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

তিনটি ছড়া অথবা জীবনের গল্প

০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৪


সুঁইয়ের টানে সম্মুখে যায় মা
পেছন দিকে আঁচল টানে ছেলে
স্বপ্ন বোনে কাঁথার ভাঁজে ভাঁজে
সূর্য ওঠে আঁধার ঠেলে ঠেলে।


আর কয়েক মিনিট বাকি...
তারপরেও এই কৃষকে দেয় না কাজে ফাঁকি।
বিশ্বাসে তার মুক্তি মিলুক ফসল তুলুক ঘরে
তাঁর বেঁচে থাকার স্বপ্ন-আশা রইল বালুচরে!


সব আছে তাঁর, কেউ নেই কাছে
লাগে সব ফাঁকি ফাঁকি
জীবনের খাতা উল্টে দেখেন
পথচলা আছে বাকি!!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: জীবনের দাঁড় বেয়ে চলা দায়
তবুও জীবন দাঁড় বেয়ে যায়!

০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: জীবন থাকেনা থেমে
তবু থেমে থেমে যায়!

২| ০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:১০

নাঈফা চৌধুরী (অনামিকা) বলেছেন: এত চমৎকার ফটোগুলো - মন্তব্য না করে উপায় নেই!! সংগৃহীত? ছড়া তিনটিও খুব সুন্দর! অভিনন্দন!

০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১০

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
ছড়া আর ছবি আপনার ভাল লেগেছে তাই আমি আনন্দিত।
আপনার জন্য শুভ কামনা।

৩| ০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: জীবনের গল্প গুলোই আসল গল্প।

০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১১

বিএম বরকতউল্লাহ বলেছেন: আরগুলো কল্প।

৪| ০৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আটপৌড়ে জীবনের কত কথা
নিভৃতে আড়াল হয়ে যায়
কবির চোখে পড়লে দেখো
কেমনে কথা কয়!

দারুন মুগ্ধতায় লগিন করতেই হলো

++++

০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:১৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ দারুন বলেছেন। সবার দেখা এক নয়। যেমন আপনি আবার আমার লেখাটাকে দেখেছেন কাব্যিক ভাবাচরণে।
ধন্যবাদ রইল।

৫| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: তিনটিই আমার দেখা।যখন দেখেছি তখন মনে এমন প্রতিক্রয়া হয় নাই,এখন যেমন হয়।

০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২০

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমারও এমনটি হয়।
অনেক ধন্যবাদ।

৬| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৫

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব প্রকাশ I

০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২০

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.