নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ফুল অথবা জীবনচক্র

০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২৪


জীবন আমার বেঁচে থাকে, তোমার মৃত্যু মাঝে
ব্যর্থ তোমার হয় না মরণ, যায়না বিফল কাজে।


ব্যস্ত পথের ধারে। একটি লতায় ফুটেছিল
একটি বনফুল;
কে দেখেছে তারে? ধুলোমলিন পাঁপড়িগুলোর
শেকড় ছাড়া মূল।
তবুও বেঁচে থাকে। বৃষ্টি-রোদে ভিজে পোড়ে
বাতাসে খায় দোল,
আলো-ছায়ার ফাঁকে। মধুলোভী কীটপতঙ্গ
দেয় বাড়িয়ে হুল।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৪

সাবিনা বলেছেন: এইতো জীবন চক্র +++

০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১২

বিএম বরকতউল্লাহ বলেছেন: জীবনচক্রের খেল।
ধন্যবাদ।

২| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার

০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১২

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।

৩| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জীবন মৃত্যর এ এক নিষ্ঠুর খেলা।

৪| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার প্রীতি নিন।

৫| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:২০

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ছন্দময় কবি দা

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০২

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।

৬| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিদিন পাতে
খাবার খেতে খেতে
জীবন মৃত্যুর এ অনুভবে
থমকে যায় হাত!

প্রাণে প্রাণ বাাঁচনোর এ কেমন লীলা
রুপান্তরের জন্মন্তরের যেন নিত্য এক খেলা!

জন্মচক্রে ঘুরছি হেথা
হয়তো ছিলাম আমিও পাতে
হয়নি স্মৃতি ঘেটে দেখা।।

আপনার প্রথম দু লাইনের ধাক্কায় ;)




০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ দারুন একটা কবিতা পেয়ে গেলাম। খুবই তাৎপর্যময় কবিতা হয়ে গেল।
ধন্যবাদ নিন।

৭| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: প্রথম ছবিটা সেই রকম।

০৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: ওয়াও!!

৮| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৪

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখেছন

০৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।

৯| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১:৪৩

রাজীব নুর বলেছেন: ঈগল পাখির পায়ে কি বাইম মাছ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.