![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিঠে নিয়েছে ছোট বোন আর, পেটে লয়েছে ডালা
পিতামাতাহীন দুই ভাইবোন, মেটাবে ক্ষুধার জ্বালা!
টাকার পাহাড় গড়েছ যারা, রেখো তোমরা স্মরণে
তোমাদের বোজা বয়ে চলেছে, এতটা শিশুর চরণে!!
উপরে-নিচে, সামনে-পিছে, চতুর্দিকে বাধা
বাঁচা-মরার সংগ্রামে তার জীবন আধা আধা!
১২ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: দারুন।
আমার প্রীতি নিন।
২| ১১ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১৪
রাজীব নুর বলেছেন: আহারে----
ছবিটা দুটা আমাকে কষ্ট দিচ্ছে।
১২ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২২
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
৩| ১১ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: দুইটাই মন খারাপ করা
১২ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনি মানবিক।
শুভ কামনা।
৪| ১২ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: সবাইকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব করুণ দৃশ্য। কবিতাগুলোও করুণ রসে সিক্ত। অসাধারণ।

ছবিটা কি আগেও শেয়ার করেছিলেন?
পিঠে ঝোলে তার ছোটোবোন, আর পেটে একখানি ডালা
পিতামাতাহীন দুই ভাইবোন, মেটাবে ক্ষুধার জ্বালা!
তোমরা গড়েছ টাকার পাহাড়, এই কথা রেখো স্মরণে
তোমাদের বোঝা বয়ে চলে দেখো এতটা শিশুর চরণে