![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিক্সা গাড়ি নেই বলে কি, থাকবে পড়ে মা
আয় কোলে তুই নিয়ে যাব,আছে আমার পা।
এমনি করে হাসপাতালে, করছে যাওয়া আসা
মাকে নিয়ে পূণ্যছেলের, গভীর ভালোবাসা।
এখানে সেখানে চেয়ে চিন্তে যতটা আনে ভাই
দেয় না কিছু নিজের মুখে বোনকে দিবে তাই।
একটু যদি খেয়াল করি; তাকাই আশে পাশে
ফোটাতে পারি রঙ্গিন ফুল শুকনো মলিন ঘাসে।
১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
ঠিক বলেছেন।
ভাল থাকবেন।
২| ১৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩০
কবীর হুমায়ূন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। ভালো লাগলো। শুভ কামনা কবি বিএম বরকতউল্লাহ ।
১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
আপনার মন্তব্যে আমি আনন্দিত।
আমার প্রীতি নিন।
৩| ১৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫১
রাজীব নুর বলেছেন: আমার মা বেঁচে আছেন। কিন্তু তিনি আমার কোনো খোঁজ খবর নেয় না।
১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আর কত খোঁজ নেবেন তাঁরা। এখন আপনি নেয়া শুরু করুন। অভিমান ভেঙ্গে বাড়ি চলে যান। পায়ে পড়ে মাফ চান।
তারপর অন্যকথা।
৪| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪০
নেওয়াজ আলি বলেছেন: আমার মা বাবাা দুইজনে আছে আল্লাহর নেয়ামত। দোয়া করবেন
১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন ভাই। কিন্তু রাজীব নুরকে বোঝাবে কে?
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১০
ঠাকুরমাহমুদ বলেছেন:
মাতাপিতাকে সবাই ভালোবাসতে পারেন না, এটি নসিবে থাকতে হয়। মাতাপিতারও সন্তানেরও।