![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘানির জোয়াল কাঁধে নিয়ে ভাবে গরু মনে
গ্রাম পেরিয়ে শহর ছেড়ে উঠব দূরের বনে।
সরষেগুলো খৈল হয়ে যায় কলুর হাসি ফোটে
চোখের বাঁধন খুলেই বলদ কষ্টে কেঁদে ওঠে।
গাধার সকল উজাড় করে দিয়েছে তোমার পরে
কত যে বোজা বয়ে এনেছে তোমাদের ঘরে ঘরে
বোজার ভারে ক্লান্ত গাধা করেছে জীবন দান
মানবতা আজ পথের মাঝে ভেঙেচুরে খান খান।
১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:০১
বিএম বরকতউল্লাহ বলেছেন: গরু আর গাধার কষ্ট ইদানীং অনেকটা কমে গেছে।
ওদের কষ্ট আমি অনেক দেখেছি। তখন কিশোরকাল। নীরবে চোখের জল ফেলেছি।
প্রযুক্তির কারণে এরা মুক্তি পাচ্ছে এই দানবিক কষ্ট থেকে।
আপনাকে অনেক ধন্যবাদ।
২| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: অদ্ভুত ব্যাপার হলো- মানবতা এবং দানবতা দুটাই মানুষ দেখায়।
১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:০২
বিএম বরকতউল্লাহ বলেছেন: মানুষ যে সৃষ্টির সেরা! মানুষের মাঝ সব ক্ষমতাই আছে।
শুভেচ্ছা।
৩| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৬
এম ডি মুসা বলেছেন: চমৎকার হয়েছে অধিক শুভেচ্ছা রইল
২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
ভাল থাকবেন।
৪| ১৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দুটো ছবিতেই মানুষের অমানবিকতা দারুণভাবে প্রকাশিত হয়েছে।
২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক ধরেছেন আপনি।
ধন্যবাদ।
৫| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩৫
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: কবিতা পাঠ করলাম, দারুণ লিখেছেন। এখান থেকে আমাদের কিছু শেখার আছে। ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন।
২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার মন্তব্য পড়ে বেশ ভাল লাগল আমার। উৎসাহ বোধ করছি।
শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
আহারে কবিতায় যে কষ্টের কথা বলেছেন এগুলো মানুষের নিত্য জীবনের কষ্ট বৈ আর কি?