নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মা ও আমার ছেলেবেলা

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৭


মায়ের কাছে ছেলে কখনো হয় না বুঝি বুড়ো
এখনও মা মাছটা দিলে খান না তিনি পুরো
আধখানা দেন ছেলের মুখে বাসন থেকে টানি
ছেলের জন্য এখনও মা ফেলেন চোখের পানি।




ছেলেবেলায় গয়না চরে গিয়েছি ঘোড়াশালে
দখিন দিকে যাত্রা বলে তাল ছিল না পালে
পাড়ে হেঁটে গুন টেনে যায় কষ্টে জোয়ান মাঝি
ওদের সঙ্গে গুন টানতে আমিও ছিলাম রাজি!

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৮

মিরোরডডল বলেছেন:



মা ছেলের ছবি আর লেখা দুটোই ভীষণ মর্মস্পর্শী ।

গুন টানার প্রচলন কি এখনও আছে ? মনে হয় নেই ।
যদি থেকে থাকে, তাহলে এর বিকল্প কিছু করা উচিৎ ।
দেখলেই ভয়াবহ কষ্ট লাগে ।


২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২২

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
আপনার সহানুভূতির জন্য ধন্যবাদ।
না এখন নেই। এটা আমার কিশোরবেলার ছবি।
আপনাকে অনেক ধন্যবাদ।

২| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: সেটাই।
আমার মায়ের সাথে আমার কথা বন্ধ। আজ চার মাস হলো।

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:০২

বিএম বরকতউল্লাহ বলেছেন: কেন কথা বলা বন্ধ? কী অপরাধ তাঁর?
আপনি মার সাথে কথা না বলে এখানে কথা বলছেন কীভাবে!

৪| ২২ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫০

আমি সাজিদ বলেছেন: চমৎকার। চমৎকার। চমৎকার।

২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৫| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩১

আমি সাজিদ বলেছেন: ছবিটাও চমৎকার। শুধু সেটা বলতেই আরেকবার কমেন্ট করতে আসলাম।

২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
ভাল লাগল ভাললাগাটুকু জানানোর জন্য আবার এলেন।
আমার প্রীতি নিন।

৬| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৪২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নদীর পারে খাল থাকলে সাতরে খাল পার হয়ে আবার গুন টানতো।গুন টানা অনেক কষ্টের
মা এখনো বেঁচে আছেন,দেখিনা গত চার বছর।মা আর আমি অনেক দুরে দুরে।দেখা হবে কিনা তাও জানি না।

২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৫০

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ চমৎকার করে বলেছেন।
মায়ের জন্য দোয়া রইল। ভাল থাকবেন।

৭| ২৩ শে নভেম্বর, ২০২০ রাত ২:৪৭

নেওয়াজ আলি বলেছেন: পৃথিবীতে সব মা ভালো থাকুক। ভালোবাসা সব মাকে

২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৫০

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.