নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

শেয়ালের বুদ্ধি

২৪ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:২৪


শেয়ালের মরণ দশা...
যখন দেখে সম্মুখে এক ক্ষুধিত সিংহী বসা;
ইনিয়ে বিনিয়ে এটা সেটা কয়
কথাও ফুটে না মনে বড় ভয়;
জড়োসড়ো হয়ে ছোট হয়ে যায় হাতির সামনে মশা!

আমি কি আসি সামনে তোমার এতটা সাহস কই
তুমি মহারানি তোমার ভয়ে বনেতে লুকিয়ে রই।
একটা হরিণ ডান দিকে গেছে বড় সে আমার চেয়ে
পথের পাশে পালিয়ে আছে তোমার আভাস পেয়ে।
ক্ষুধিত সিংহী বনের ভেতরে হরিণ খুঁজে মরে
ছোট্ট শেয়াল এই সুযোগে চলে যায় নিজ ঘরে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৪

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: এ জন্যই বোধহয় শেয়ালের নাম পন্ডিত মশাই। চমৎকার লিখেছেন হে সুপ্রিয়। ভালো থাকবেন ভাইয়া।

২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:১০

বিএম বরকতউল্লাহ বলেছেন: হাঃ হাঃ ঠিকই বলেছেন আপনি।
আমার শুভেচ্ছা রইল আপনার জন্য।

২| ২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দাদা চমৎকার কাব্যে শিয়ালের চরিত্র
ফুটিয়ে তুলেছেন! এমন চরিত্র কিন্তু
মানুষের মাঝেও বিদ্যমান। তাদের নিয়ে
একটু হয়ে যাক !

২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:১২

বিএম বরকতউল্লাহ বলেছেন: মানুষ ছাড়া জগতের সকল প্রািণর চিরত্র ধরা যায় কিন্তু মানুষের চরিত্র বা বৈশিষ্ট্য ধরা যায় না। এখানেই মানুষের শ্রেষ্ঠত্বের অন্যতম প্রমাণ!।
ধন্যবাদ।

৩| ২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩০

রামিসা রোজা বলেছেন:
কবিতা যেমন শিরোনামও তেমন ।
মজার কবিতা লিখেছেন।

২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আনন্দিত। শুভ কামনা।

৪| ২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: দূর্নীতিবাজ কালো টাকার মালিক হলো সিংহ
অসহায় দরিদ্র মানুষ হলো শেয়াল।

২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: আর আপনি কোন দলে একটু বলেন তো!

৫| ২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৪

নেওয়াজ আলি বলেছেন: মাধুর্যভরা সৃজন

২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।

৬| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:০০

মুরাদ বেগ বলেছেন: ধূর্ত শেয়াল

২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
শেয়ালপণ্ডিত!

আপনাকে ধন্যবাদ।

৭| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৫

ওমেরা বলেছেন: জীবন যেখানে বিপন্ন বুদ্ধি তখন এমনি আসে আর শিয়াল তো পন্ডিত সব সময়।

২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
শিকারী প্রাণি। ওর বুদ্ধির অনেক শাখা আছে। যেখানে যেটি প্রযোজ্য!

শুভেচ্ছা নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.