নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মায়ের চরণ

২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫


একলা ঘরে আপন মনে কেঁদে ভাসায় বুক
খুঁজে বেড়ায় শূন্য ঘরে হারিয়ে যাওয়া সুখ
সুখ আসে না দুঃখ এসে নিত্য করে খেলা
কী অপরাধ কেন যে তাঁর এমন অবহেলা!


মা...
জগতের যতো সুখটুকু আছে
এনে দিয়েছ আমারই কাছে
অতঃপর তুমি লুকায়ে লুকায়ে
দুঃখ করেছ বরণ;
তোমার সকল আমার জন্য
বিলিয়ে দিয়ে হয়েছ ধন্য
বিশ্বমাঝে অমূল্য তাই
তোমার দুটি চরণ।






ছবি: নেট থেকে সংগৃহীত

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: দুনিয়ার সমস্ত মাকে শ্রদ্ধা।

২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ!

২| ২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ লিখেছেন। মায়ের চেয়ে আপন কেউ নেই।
পোস্টে লাইক ও ভালো লাগ +++

২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৯

মিরোরডডল বলেছেন:



প্রথম ছবিটা রিয়াল বলেই মনে হচ্ছে । আমি অবাক হচ্ছি দেখে এ মায়ের আশেপাশে কি সবাই মানুষ নামের অমানুষ !
কি করে এরকম অবস্থায়ও একজন মা কে এভাবে রান্না করতে হয় !
এ বয়সে ওনার কিভাবে থাকা উচিৎ আর উনি কোথায় আছেন ।
My heart bleeds.


২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪০

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
মায়ের প্রতি সকল সন্তানের ভালবাসা সমান নয়।
এভাবেই প্ৃথিবী তার বৈচিত্র্যতা ধরে রাখে!
আপনার আন্তরিক সহানুভূতির জন্য ধন্যবাদ জানাই।

৪| ২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:



দরিদ্র মাতারা বেশী বয়সে দরকারী সাহায্য পাচ্ছেন না।

২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: তা আছে তবে উচ্চবিত্তদের পরিবারে (যাদের অর্থনৈতিক অক্ষমতা নেই) মা-বাবােদর নানা রকম অবজ্ঞা-অবহেলার খবর পাওয়া যায়।
এ সমস্যা যতটা অর্থনেতিক তারচে বেশি মানসিক বলে আমার ধারনা।
আপনার জন্য শুভ কামনা।

৫| ২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮

মিরোরডডল বলেছেন:


@চাঁদগাজী

বাংলাদেশে যাবার পর খেলাঘর কি এরকম দরিদ্র অসহায় মায়েদের জন্য কিছু করবে ?
এনি প্ল্যান ?


২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:১৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: খেলাঘর এসব কাজ করে কিনা আমি বলতে পারছি না।

৬| ২৬ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মাকে নিয়ে চমৎকার প্রকাশনা । পড়ে ভালো লাাগল। পৃথিবীরর সকল মাকে শ্রদ্ধ জানাই।

২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:১৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২৬ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাস্তবতা বড়ই নির্মম।হাজার হাজার এমন মা আছে বাংলাদেশে।সরকার কিছু ভাতা দেয় কিন্তু পরিমান খুবই সামান্য,তাও সকলে পায় না।

২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:১৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

৮| ২৭ শে নভেম্বর, ২০২০ রাত ২:৩২

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার প্রকাশ।

২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২০

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা রইল আপনার জন্য।

৯| ২৭ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: আপনার লেখা আলোচিত পাতায় এলে আমার ভালো লাগে।

২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২১

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার ভাল লাগে আপনি বাড়ি গেলে। আপনার মায়ের সঙ্গে দেখা করে আসেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.