![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখবি খেলা? দেখ তাকিয়ে, বল নিয়ে যাই কেমনে;
পায়ে পায়ে বল পেঁচিয়ে পাশ কেটে যায় সামনে।
ছজন ওরা ধন্ধে পড়ে পায় না খুঁজে বল
পেছন থেকে আওয়াজ আসে গোল! গোল! গোল! গোল!
বিশ্বমাঝে তাহার মতো আছেরে কয় জনা
লুকিয়ে আছে বুকের ভেতর অবাক মেরাডোনা!
২| ০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: ইউটিউবে তার কিছু খেলা দেখলাম।
দুইজন খেলোয়াড়কে আমার পছন্দ একজন মেসি। আরেকজন ম্যারাডোণা।
৩| ০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪১
রোকনুজ্জামান খান বলেছেন: ছোট বেলা থেকেই যারা কাকার ভক্ত তাদের রিদয়ে মের্যাডোনা নেই।
৪| ০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৬
নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধতা ও ভালো লাগা অপরিসীম ।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৭
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার ছড়া কবি দা