নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মা

০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৯


ব্যথায় তুমি জল ফেলিবার আগে
কার সে চোখে বহে জলের ধারা
তোমার দুখে কে বা উঠে কেঁদে
কষ্টে তোমার হয় যে দিশাহারা!



না খেয়ে মা কোঁচড় ভরে ভিক্ষে করা ভাতে
ইচ্ছে করে ছেলের মুখে খাওয়ায় নিজের হাতে।
ভাতের থালা সামনে দিয়ে দেখে ছেলের খাওয়া
এই শহরে পাগলী মায়ের এটাই বড় পাওয়া।


মন্তব্য ২৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: সন্তান ব্যথা পায় না। মা ব্যথা পাচ্ছে।

০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনি এ বিষয়ে কিছু বোঝেন? না বোঝার চেষ্টাটি করেন!

২| ০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৬

রামিসা রোজা বলেছেন:
আসলে মা-তো মা-ই তার সাথে জগত সংসারের কোনো
কিছুরই তুলনা চলে না ।

০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিকই বলেছেন আপনি।
আমার শুভেচ্ছা নিন।

৩| ০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৮

ফয়সাল রকি বলেছেন: রামিসা রোজা বলেছেন:
আসলে মা-তো মা-ই তার সাথে জগত সংসারের কোনো
কিছুরই তুলনা চলে না ।-সহমত।

০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে স্বাগত।

৪| ০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৬

শায়মা বলেছেন: এই সব কি লিখেছো ভাইয়া!!!

কলিজা ফেটে যায়!!!!


ছবি দেখে আর লেখা পড়ে না লগ করে পারলাম না।

৫ মিনিট পরে ক্লাস......

০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩২

বিএম বরকতউল্লাহ বলেছেন: ওহ আপনারএই আবেগপূর্ণ অনুভূতি প্রকাশের জন্য অনেক ধন্যবাদ।
মায়ের প্রতি দুর্বলতার কারণেই আপনার এমনটি হয়েছে। আমার শুভেচ্ছা ও ধন্যবাদ গ্রহণ করুন।

৫| ০১ লা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আহা! মা
মা ছাড়া কেউ এমন বোঝে না
চরণ তলে প্রণাম তোমায়
তুমি জননী অনন্য সদা।।

+++

০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: মায়ের প্রতি এই শ্রদ্ধা আর প্রণাম এর মূল্য আপনি পাবেন অবশ্যই। ধন্যবাদ।

৬| ০১ লা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩০

আমি সাজিদ বলেছেন: আহা

০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: কষ্ট!

৭| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি এ বিষয়ে কিছু বোঝেন? না বোঝার চেষ্টাটি করেন!

বুঝি। বুঝবো না কেন?

০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: কী বোঝেন আপনি। আপনি বুঝে কি বাড়ি গিয়েছেন? নাকি আপনার মায়ের সঙ্গে কথা বলেছেন?
আজই বাড়ি যান। মাকে দেখে আসেন। যান।

৮| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১০:০২

নেওয়াজ আলি বলেছেন: মহনীয় কথামালা

০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।

৯| ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মায়ের সাথে পৃথিবীর কোন কিছুর তুলনা চলেনা।

০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
ঠিক বলছেন আপনি।

১০| ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবি এবং কবিতার এক চমৎকার মেলবন্ধন।

০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
আমার প্রীতি নিন।

১১| ০২ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কী বোঝেন আপনি। আপনি বুঝে কি বাড়ি গিয়েছেন? নাকি আপনার মায়ের সঙ্গে কথা বলেছেন?
আজই বাড়ি যান। মাকে দেখে আসেন। যান।

মা আমি আমরা একই বাসায় থাকি।
মা আমাকে দেখতে চায় না। আমাকে দেখলে দরজা লাগিয়ে দিবে।

০২ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: দরজা লাগিয়ে দিবে?
কেমন সন্তান আপনি!
আপনার কথা শুনে আমার মেজাজ যে কেন খারাপ হচ্ছে বুঝতে পারতেছি না।

১২| ০২ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৭

আমি সাজিদ বলেছেন: দ্বিতীয় ছবিটায় মা যেমন করে তাকিয়ে আছেন ছেলের দিকে, এই তাকিয়ে থাকাটাতেই বিশ্বের সব কিছু হার মেনে যায়। কি মায়া!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.