নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

প্রেম নাকি ভালোবাসা!

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০২


কেনো আসে এইখানে, কেনো ভালোবাসে
কেনো বলে দাও কিছু ঘুরে আশেপাশে!
উদোম ছেলের হাতে দিই যতখানি
ততটুকু তার মুখে নেবে সে টানি
কত বলি দূরে যা রে পারি না তো আর
ততখানি কাছে এসে, করে অধিকার!



চারপাশে বড় বড় দালানের সারি
ধুলি তুলে দল বেধে চলেছে গাড়ি।
মাঝখানে কতিপয় লতাপাতা আর...
গড়ে ওঠে তার মাঝে সুখী সংসার।


মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


প্রাকৃতিক ভালোবাসা

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৭

রামিসা রোজা বলেছেন:
সুন্দর মন থাকলে সবই ভালবাসা যায় ।

সুন্দর লেখা ।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৮

রামিসা রোজা বলেছেন:
এই ছবিটাও আমার খুব ভালো লেগেছে তাই ।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: স্বচ্ছ প্রেম ভালোবাসা ধনীদের মধ্যে থাকে না।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৯

হাসান ইমরান বলেছেন: অসাধারণ লিখেছেন.....

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

মিরোরডডল বলেছেন:




কি চমৎকার কবিতা এবং ছবিগুলো !

২ বছর ৭ মাস আগে শেষ ব্লগে আসা, লাস্ট পোষ্টে কারো উত্তরও দেয়া হয়নি।

Are you okay?

দীর্ঘদিন কাউকে ব্লগে না দেখলে চিন্তা হয় ।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.