নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

Backdated

Backdated › বিস্তারিত পোস্টঃ

আর নিচে নামিস না বাপ

০৫ ই জুলাই, ২০১৬ ভোর ৪:১২

যেসব জায়গায় নায়িকাদের প্রতিযোগিতা চলে (যেমন বলিউডের কথাই ধরুন) সেখানে নতুন নায়িকা আসলে তাদের অনেকের টিকে থাকার জন্য সমালোচনায় আসতে হয় ।আর তাদের সমালোচনায় আসার অন্যতম মাধ্যম হল দর্শকদের সামনে শরীরের বিভিন্ন অংশের চামড়া দেখানো ।।।।।সমালোচনায় আসতে অনেকেই ভালবাসে ।।দু দিন ধরে কয়েকটা মেয়ে এসেছে নিবরাশকে নিয়ে ।।।।যে তিন চারটা মেয়ের স্টাটাসের স্ক্রিন সট দেওয়া হয়েছে তাদের নাম সার্চ দিয়েও খুঁজে পাওয়া যায় না ।এর আসলে অস্তিত্ব আছে কি না কেউ জানে না শুধু সবার কাছে স্ক্রিন সট টাই আছে ।।।আর যদি অস্তিত্ব থেকেই থাকে তাহলে কি তারা সেই চামড়া দেখানোর মত সমালোচনায় এসে সেলিব্রিটি হতে চায় নাকি চেহারা এতই খারাপ যে কপালে একটার বেশি বয়ফ্রেন্ডই জুটে না ।।।।কাহিনী এখানেই শেষ নয় । সেই স্ক্রিন সটের উপর আবার ক্রাশ খাইছে অনেক নারী ।।।।এরা আবার পোস্ট না দিয়ে ফোনে অথবা মেসেজে অনেককে জানাচ্ছে।।।ঠিক সেই বলিউডের নায়িকাদের অনুসরণ করে ড্রেস পড়ার মত ।।।।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৭

রায়হানুল এফ রাজ বলেছেন: আকাউনট গুলো ডিএকটিভেট ।

২| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩২

Backdated বলেছেন: ও আচ্ছা

৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এত দাঁড়ি(।।।) কেন???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.