নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

Backdated

Backdated › বিস্তারিত পোস্টঃ

বলতে পারিনি ভালবাসি

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ২:৫৮

সেই ৬ বছর আগের কথা।।।কিছুদিন হল মহিলা জিলা স্কুলের স্যারের কাছে প্রাইভেট পড়তে শুরু করেছি।।।।একদিন দাঁড়িয়ে আছি স্যারের বাসার বাইরে । ৮ টা বাজলেই স্যারের রুমে ঢুকতে হবে ।।।।হঠাৎ একটি মেয়ে আসল। সোনালি কালারের চুল,চোখ দুটো টানা টানা, লাল লিপস্টিক ছাড়াই ঠোটে যেন রক্ত বইছে ।।।আমার সামনে দিয়েই হেটে স্যারের রুমে চলে গেল।।।একরাশ ভালবাসার বাতাস বয়ে গেল মনের মাঝে ।।।।তারপর প্রাইভেট পড়তে শুরু করলাম আর বাকা চোখে মেয়েটিকে দেখছিলাম।।।।।প্রাইভেট শেষে মেয়েটিকে বললাম,তুমি কি স্কুলে যাচ্ছ?? মেয়েটি উত্তর করল হ্যা ।।।সেই প্রথম কোন মেয়ের সাথে কথা বলে এতটা ভাল লাগা ।।।।।তারপর নিজের মাঝে কি যেন এক অজানা অনুভূতি দানা বেধে বসল।। মেয়েটিকে দেখলেই বুকের মাঝে ধপধপ শব্দ আমিই নিজেই শুনতে পেতাম ।।। প্রতিদিনই প্রায় হাজারটা কথা সাজিয়ে নিয়ে যেতাম কিন্তু সামনে গেলেই সব ভুলে যেতাম।।।।।মেয়েটির সাথে যখনই দেখা হত তার গোলাপ রাঙা সেই ঠোঁটের এক কোণে মুচকি হাসি দেখতে পেতাম ।।। কি সেই মায়াবী হাসি ।।।।।সে হাসির এতই ক্ষমতা যে, যে কোন পুরুষকে এক দন্ডে পৃথিবীর সব কিছু ভুলাতে সক্ষম।।।।। আমার সকল সাজানো কথা বলব বলে সারারাত ধরে গুছিয়েছিলাম এক নিমিষেই ভুলিয়ে দিত সে হাসি ।।।।।।আমি যে মেয়েটিকে ভালবেসে ফেলেছি সেটা সে দ্বিতীয় দিনই বুঝতে পেরেছিল কেননা সিক্স সেন্স বলে কথা ।।। কথাগুলো অনেক সাজিয়ে গুছিয়ে, প্ল্যান প্রোগ্রাম করে সেদিন মেয়েটিকে বলতে পারিনি, বলতে পারিনি' ভালবাসি ' ...........

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ ভোর ৪:১৮

শেয়াল বলেছেন: কাইল সক্কাল সক্কালই কয়া ফেলবেন, নাইলে আপনার ডিম চুরি যাবে :-P

২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:৩০

Backdated বলেছেন: ভাই বলতে পারলে সেই দিনই বলে দিতাম

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৪

আপনার আপন বলেছেন: really bhai.. you backdated.......... if have chance, so take chance

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৭

Backdated বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.