![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মন দুই ধরণের ।।।। একটাকে বলে কনশাস(conscious) মাইন্ড যেটা বিচার বিবেচনা করে কোন কিছু গ্রহন করে আর অন্যটি হল সাব-কনশাস মাইন্ড যেটা কোন বিচার বিবেচনা করতে পারে না ।।। ভাল খারাপ সব কিছুই মনের ভিতরে গ্রহন করে ।।।।।।।মানুষের আবেগ,অনুভূতি সব কিছুই নিয়ন্ত্রন করে এই সাব-কনশাস মাইন্ড ।।।।।।মানুষের এই সাব-কনশাস মাইন্ড নিয়ন্ত্রিত হয় কনশাস মাইন্ড দ্বারা ।।।মেডিকেলীয় ভাষার যাকে বলে ইনহিবিটরী ইফেক্ট।। মানে সাব-কনশাস মাইন্ড হল BRTC বাস আর কনশাস মাইন্ড হল সেই বাসের চালক।।।।।।কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাব-কনশাস মাইন্ড এতই শক্তিশালী যে কনশাস মাইন্ড তা আর নিয়ন্ত্রন করতে পারে না ।।আর সাব-কনশাস মাইন্ড মানুষের আচার আচরণের উপরও প্রভাব ফেলে।।।আমরা যখন টিভিতে কিছু দেখি তখন তা আমাদের সাব-কনশাস মাইন্ডে জমা হয়ে যায়।।।।।বার বার দেখার ফলে সেগুলোই পারমানেন্টলি সাব-কনশাস মাইন্ডে জমা হয়ে যায় এবং আচার আচরণে সেগুলোই প্রকাশ পায়। ।।।। সারাদিন ওয়েস্টার্ন কালচার নিয়ে থাকলে আপনার ভিতরে সেই কালচারই প্রকাশ পাবে এটি সাব-কনশাস মাইন্ডের ইফেক্টেই হয় ।।।।ধরেন টিভিতে যে বিজ্ঞাপন দেখানো হয় কিংবা রাস্তার পাশে বড় সাইনবোর্ডে যে বিজ্ঞাপন গুলো দেখতে পান, এগুলো সচেতন ভাবে দেখলেও অবচেতন মনে গেথেঁ যায়।।।। যার ফলে দোকানে গেলে সেই বিজ্ঞাপন দেয়া জিনিসগুলোই আগে চোখে পড়ে আর সেই জিনিসগুলোর প্রতি আকর্ষণ একটু হলেও বেশি থাকে ।।।।।। তাই কনশাস মাইন্ডে হোক আর সাব- কনশাস মাইন্ডে হোক বাজে আর খারাপ জিনিস বাদ দিয়ে ভাল সুস্থ স্বাভাবিক জিনিস নিয়ে চিন্তা করুন যেন ব্যবহারের উপর ভাল ইফেক্ট পড়ে ।।।।।।পজিটিভ চিন্তা করতে শিখুন।। দুনিয়ার সব কিছু পজিটিভই দেখবেন ।।।।।।নিজেকেও একসময় পজিটিভ হিসেবে আবিষ্কার করবেন ।।।।।
০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১০:২১
Backdated বলেছেন: হিরো আলম একজন সাধারণ মানুষ ।।।।যারা তাকে নিয়ে এসব ট্রল করেছে মোটেও ঠিক করেনি
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যার সর্বশেষ উদাহরণ হিরো আলম...