নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার বছরের পুরনো সেই রাতের পুরনো অনেক কাব্যিক কথা

বাকের ভাই রিটার্ন

আমি মনে করি নিজের সম্পর্কে লেখার মত বয়স,সময় বা যোগ্যতা কোনটাই আমার এখনও হয় নি ।তাই কিছু না লেখাই ভাল নয় কি ।তবে ব্লগে এসে একেবারে কিছু না লিখলে কেমন হয় ।আসলে নামটা দেইভাবে দেয়ার উদ্দেশ্য হল শুধু বাকের ভাই নামে তো অনেকেই আছে তাই শেষে রিটার্ন লাগিয়ে নিজে থেকে একটু ভিন্নতা দেয়ার ট্রাই করলাম ।তেমন ভাল কিছু আমার মাঝে নেই ।মারাত্মক বদরাগী আর ডানপিটে স্বভাবের ছেলে ।সত্যের ক্ষেত্রে নিজের বাপকেও ছাড় নেই ।এই তো অবসর সময়ে আসলে বর্তমানে সারাটা দিনই আমার অবসর বলে বিবেচিত ।সারাদিন ভার্চুয়ালেই কেটে যায় ।আর এটা ছাড়া কাজ বলতে আমার প্রিয় কিছু কবুতর রয়েছে তাদের সাথে দিনে তিনবার সময় কাটানো,খাবার দেয়া কিছুক্ষন খেলা করা ।এই তো ফেবু আর কবুতর এই নিয়েই আমার সারা বেলা ।আপ্তত এইটুকুই থাক ।সময়ে অসময়ে পরিবর্তন হবে বলে আশাবাদি ।

বাকের ভাই রিটার্ন › বিস্তারিত পোস্টঃ

শেখ মুজিব লাট হয়ে যায়নি, রাত জেগে পাহারা দিতে হবে’

২৩ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:০৫

‘ওই বেটা উঠ্

শেখ মুজিব তো লাট হয়ে যায় নাই যে, তারে রাত জেগে পাহারা দিতে হবে’- মৃত্যুর আগ মুহূর্তে বঙ্গবন্ধু তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীকে এভাবেই ধমকাচ্ছিলেন।



তার কথায় ছিল সীমাহীন বিশ্বাস। বাঙালির প্রতি ছিল অতিমাত্রায় প্রেম। পাকিস্তানিরা শত্রু মনে করলেও বাঙালির মধ্যে তার শত্রু জন্মাবে কখনই ভাবেননি তিনি।



১৫ আগস্ট দিনগত রাতে বঙ্গবন্ধু তার বাসভবনের নিচে এসে দেখেন, তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ঘুমাচ্ছেন। হাতে সিগারেট, পুড়তে পুড়তে আঙুল ছুঁই ছুঁই।



চড় মেরে বললেন, ‘সিগারেটটা শেষ করে ঘুমা’।



পাশেই ঘুমিয়েছিলেন মুহিতুল ইসলাম। তাকে বললেন, ‘ওই বেটা উঠ্। শেখ মুজিব তো লাট হয়ে যায় নাই যে, তারে রাত জেগে পাহারা দিতে হবে। তোদের জন্য খাটের ব্যবস্থা করতেছি। অফিসার রে ফোন লাগা!’



পরে তাদের খাট দেওয়ার জন্য সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশ দেন বঙ্গবন্ধু। ওই রাতেই ঘাতকের বুলেটে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।



শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে ১৫ আগস্ট জাতীয় শোকদিবসের আলোচনায় এভাবেই বঙ্গবন্ধুর স্মৃতির বর্ণনা দেন কবি নির্মলেন্দু গুণ।

আগস্ট ১৫, ২০১৪



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৫২

ফারজুল আরেফিন বলেছেন: +

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

বাকের ভাই রিটার্ন বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৬

রুয়াসা বলেছেন: আমরা এমন এক জাতি যারা নিজের পিতার চরিত্রে কলংক লেপন আর তার নৃশংস হত্যাকান্ডকে কেক কেটে সেলিব্রেট করি।

২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২১

বাকের ভাই রিটার্ন বলেছেন: কি বলব পিতার কিছু বলার নেই।কেননা কেউ ঘুমিয়ে থাকলে তাকে জাগানো যায় কিন্তু কেউ ঘুমিয়ে থাকার অভিনয় করলে তাকে কখনও জাগানোই যায় না ।যারা পিতার মৃত্যু দিনে কেক কেটে উৎসব করে তারা আর যাই হোক আমি তাদের মানুষ বলে মেনে নিতে পারি না।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৭

ইলি বিডি বলেছেন: আমরা এমন এক জাতি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ২:৩৩

বাকের ভাই রিটার্ন বলেছেন: সত্যিই কেমন জাতি আমরা যেখানে নিজের পিতাকে অস্বীকার
করতে দ্বিধাবোধ করি না ।

মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.