![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মনে করি নিজের সম্পর্কে লেখার মত বয়স,সময় বা যোগ্যতা কোনটাই আমার এখনও হয় নি ।তাই কিছু না লেখাই ভাল নয় কি ।তবে ব্লগে এসে একেবারে কিছু না লিখলে কেমন হয় ।আসলে নামটা দেইভাবে দেয়ার উদ্দেশ্য হল শুধু বাকের ভাই নামে তো অনেকেই আছে তাই শেষে রিটার্ন লাগিয়ে নিজে থেকে একটু ভিন্নতা দেয়ার ট্রাই করলাম ।তেমন ভাল কিছু আমার মাঝে নেই ।মারাত্মক বদরাগী আর ডানপিটে স্বভাবের ছেলে ।সত্যের ক্ষেত্রে নিজের বাপকেও ছাড় নেই ।এই তো অবসর সময়ে আসলে বর্তমানে সারাটা দিনই আমার অবসর বলে বিবেচিত ।সারাদিন ভার্চুয়ালেই কেটে যায় ।আর এটা ছাড়া কাজ বলতে আমার প্রিয় কিছু কবুতর রয়েছে তাদের সাথে দিনে তিনবার সময় কাটানো,খাবার দেয়া কিছুক্ষন খেলা করা ।এই তো ফেবু আর কবুতর এই নিয়েই আমার সারা বেলা ।আপ্তত এইটুকুই থাক ।সময়ে অসময়ে পরিবর্তন হবে বলে আশাবাদি ।
কখনও কি হেটেছ
এই অন্ধকার রাতে ।
শুনেছ কি গায়ে শির শির করা
ঝি ঝি পোকার শব্দ ।
স্পর্শ করেছ কি এই রাতের স্নিগ্ধ বাতাসটাকে
কেমন যেন দেহ মাতাল করা শিহরনে ছুয়ে যায় ক্লান্ত দেহ ।
জানি তুমি এ সবের কিছু দেখ নি,করনি,কেননা তুমি তো নিশাচর নও।এগুলা অনুভব করতে,দেখতে নিশাচর হওয়া প্রয়োজন যা তুমি পারবে না,তুমি পারবে না।জানি আমার চিৎকার তোমার কানে পৌছবে না।জানি তুমি ঘরকুনে,কিন্তু আমি তো পারি না হাজার সহস্র বছরের আমার সাথীদের এই পুরনো মিছিলে না গিয়ে যে আমি পারি না তন্দ্রালী।কেন আমায় আটকাও।কেন বার বার তোমার মায়ায় আমাকে জড়াও।
আমি মুক্তি চাই হ্যাঁ হ্যাঁ আমি মুক্তি চাই,ছিন্ন করতে চাই তোমার সকল মায়ার বাধন ।
আমি হারিয়ে যেতে চাই নিশাচরদের মিছিলে।
চললাম তন্দ্রালী।
তুমি থাক তোমার জগত সংসার নিয়ে ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯
বাকের ভাই রিটার্ন বলেছেন: জানি তারপরেও যে করতে হয়।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯
সোনারতরী বলেছেন: সুতা ছিড়া সহজ কোন কাজ না ভাই