নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার বছরের পুরনো সেই রাতের পুরনো অনেক কাব্যিক কথা

বাকের ভাই রিটার্ন

আমি মনে করি নিজের সম্পর্কে লেখার মত বয়স,সময় বা যোগ্যতা কোনটাই আমার এখনও হয় নি ।তাই কিছু না লেখাই ভাল নয় কি ।তবে ব্লগে এসে একেবারে কিছু না লিখলে কেমন হয় ।আসলে নামটা দেইভাবে দেয়ার উদ্দেশ্য হল শুধু বাকের ভাই নামে তো অনেকেই আছে তাই শেষে রিটার্ন লাগিয়ে নিজে থেকে একটু ভিন্নতা দেয়ার ট্রাই করলাম ।তেমন ভাল কিছু আমার মাঝে নেই ।মারাত্মক বদরাগী আর ডানপিটে স্বভাবের ছেলে ।সত্যের ক্ষেত্রে নিজের বাপকেও ছাড় নেই ।এই তো অবসর সময়ে আসলে বর্তমানে সারাটা দিনই আমার অবসর বলে বিবেচিত ।সারাদিন ভার্চুয়ালেই কেটে যায় ।আর এটা ছাড়া কাজ বলতে আমার প্রিয় কিছু কবুতর রয়েছে তাদের সাথে দিনে তিনবার সময় কাটানো,খাবার দেয়া কিছুক্ষন খেলা করা ।এই তো ফেবু আর কবুতর এই নিয়েই আমার সারা বেলা ।আপ্তত এইটুকুই থাক ।সময়ে অসময়ে পরিবর্তন হবে বলে আশাবাদি ।

বাকের ভাই রিটার্ন › বিস্তারিত পোস্টঃ

(অসমাপ্ত)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

-হ্যালো,এই তুমি এখনও ঘুমোচ্ছ
-হ্যাঁ কিন্তু তুমি কি করে বুঝলে-
-কেন সিম্পল ফোনটা ধরে গাধার মত হাই দিয়ে ওঠলে যে তাই বুঝে গেলাম।
-আচ্ছা গাধারা কি ঘুম থেকে উঠে হাই দেই নাকি
-শুন কথা বাড়িও না (কিছুটা উচ্চস্বরে)।
-কেন আবার কি হল,রেগে যাচ্ছ কেন।
-আচ্ছা এখন দিনের কয়টা বাজে সে খেয়াল আছে তোমার,তুমি এখনও বিছানায় পরে ঘুমাচ্ছ!
-তো কি করব,তুমি তো জানো আমি,আকার ছাড়া বেকার।আর বেকারদের সবচেয়ে উত্তম কাজ হল ঘুমিয়ে কাটানো।
-আচ্ছা হইছে তোমাকে এখন আর আমার কাছে বেকার এর ডেফিনেশন দিতে হবে না।
-কিছু খেয়েছ,
-আরে সবে তো ঘুম থেকে উঠলাম,
-বুয়া কি রেধেছে ।
-জানি না,দেখতে হবে।
-আজব জানি না মানে বাজার কে করে তুমি না বুয়া।
-না আমিই করি
-তাহলে জানো না কেন
-বুঝেছি তোমার ঘরে খাওয়া লাগবে না তুমি এখনি আমার সাথে দেখা কর।
-কেন?
-এত কথা জানতে হবে না,বলেছি দেখা করতে ব্যস্ ,শুন তোমার আসা লাগবে না বাসার কাছে যে পার্কটা আছে না ঐটার পুকুর পাড়ে আস ১৫ মিনিটের মধ্যে আমি আসছি।

৩৫ মিনিট পর

-এই তোমার আসার টাইম হল কতক্ষন দেরি করেছ জানো।X((
-কি করে জানব ধরে ঘড়ি নেই,হাতেও নেই আর মোবাইলের ডিস্প্লেটাও নষ্ট,সরি আজকের মত প্লিজ
-আচ্ছা হইছে এখন বস এইখানে
-হ্যাঁ বল বল এত জরুরী ডাকলে
-এই নাও ।
-এইটা কি?
-আরে বাবা খুলে দেখ তোমার ফেবারিট নুডুলস এনেছি।আর এই নাও
-এটা আবার কি?
-খুলে দেখ !
-একি এ তো সিগারেট,এক প্যাকেট কেন?
-কারন তুমি রাত থেকে সিগারেট না খেয়ে আছ,শুন তাই বলে আমার সামনে না ওকে আমি যাওয়ার পরে খাবা।
-আচ্ছা নুডুলস এনেছ ভাল কথা কিন্তু, এক ক্যারিয়ার বক্স কেন?এগুলো দিয়ে কি আমি গোসল করব নাকি আর এই গুলো খেলে আমার ঘরের খাবার কে খাবে শুনি।
-এই শোন আমি জানি আজ তোমার আজ না কিছু রান্না হয়নি,আমার সাথে চালাকি করবা না আর এও জানি তুমি কাল রাতে কিছু খাও নি এখন আমার সামনে বসে তুমি এই পুরোটা শেষ করবা।নাও শুরু কর আচ্ছা যাও তোমার কষ্ট করতে হবে না ,দাও আমি খাইয়ে দিচ্ছি।নাও হা কর
-কি ব্যাপার মুহিত তোমার চোখে পানি।
-কই না তো এমনি ঐ কি যেন একটা পড়েছে।
-এই তুমি আমার সাথে মিথ্যে বলতেছ কেন আমি স্পষ্ট দেখতে পাছি তোমার চোখে পানি।
-দেখ মারজান তোমার কাছে আমি কিছুই লুকোতে পারি না শত চেষ্টাতেও না,আমি কাল রাতে খাইনি তুমি ধরে ফেলেছ,আজ সকালে আমার মেসে বাজার নেই বলে রান্না হয় নি তুমি সেটাও বুঝে ফেলেছ।আমার জন্য নাস্তা করে এনেছ।
কিন্তু আর কতদিন এইভাবে চলবে বল পড়ালেখা শেষ করে দুবছর ধরে চাকরির জন্য ঘরছি টিউশনিটা করে কোনরকমে চলে যায়।গ্রামের বাড়িতে ঠিক মত টাকা পাঠাতে পারি না ।মা একটা কিছু করার জন্য খুব প্রেসার দিচ্ছে।কিন্তু,আমি নিরুপায় হয়ে বসে আছি।তুমি আমার জন্য আর কত করবে।
-শুন আমি তোমার চোখের পানি দেখতে এইখানে আসি নি,চোখ মুছ আর খেয়ে আমাকে উদ্ধার কর।আর চিন্তা কর না দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে।আমি এখন উঠবো।
আসি

মারজান চলে যাচ্ছে।মুহিত এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে।মারজান আজ এসেছিল অনেক্ষন থাকবে বলে।কিন্তু, মুহিতের চোখের পানি মারজান সহ্য করতে পারবেনা,তাই উঠে চলে যাচ্ছে।মুহিত আজ একা কাঁদে নি ,মারজানও কেদেছে।কিন্তু, মুহিত সেটা দেখে নি।মারজান চায় না ওর চোখের জল মুহিতের কষ্টটাকে আরও বাড়িয়ে তুলুক ।

(অসমাপ্ত)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬

নুর ইসলাম রফিক বলেছেন: ভাই মারজান মেইল না ফিমেইল বুজা গেলো না?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৯

বাকের ভাই রিটার্ন বলেছেন: মারজান ফিমেল।আর এইটা আমার এক বন্ধুর ছোট বোনের নাম।কোন নাম খুজে পাচ্ছিলাম না হঠাত এই নামটাই মাথায় আসল তাই দিয়ে দিলাম।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

বেকার যুবক বলেছেন: ভালো লাগলো। বেকার যুবকদের সান্ত্বনা লেখকের লেখা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪২

বাকের ভাই রিটার্ন বলেছেন: আপনার ভাল লাগাই আমার আগামী লেখার অনুপ্রেরনা।তাও কোন এক বেকারকে শান্তনা দিতে পেরেছি এর চেয়ে ভাল লাগা আর কি হতে পারে।
তবে ভাই আমি নিজেও একজন বেকার ।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: ভাই কুইক সমাপ্ত করেন !

ভালো থাকবেন :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

বাকের ভাই রিটার্ন বলেছেন: রায়হান ভাই আপনি হয়তো খেয়াল করেন নি গল্পটার নামই অসমাপ্ত।আর এইটার শেষ বলতে কিছু নেই।তবে মজার ব্যাপার হল সব কিছুতে শেষ করতে নেই তাহলে কৌতুহলটা হারিয়ে
যায়।আর এই জন্যই এইটা অসমাপ্ত।
শুভকামনার জন্য ধন্যবাদ।আপনি ভাল থাকবেন সেই শুভকামনা রইল।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.