![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মনে করি নিজের সম্পর্কে লেখার মত বয়স,সময় বা যোগ্যতা কোনটাই আমার এখনও হয় নি ।তাই কিছু না লেখাই ভাল নয় কি ।তবে ব্লগে এসে একেবারে কিছু না লিখলে কেমন হয় ।আসলে নামটা দেইভাবে দেয়ার উদ্দেশ্য হল শুধু বাকের ভাই নামে তো অনেকেই আছে তাই শেষে রিটার্ন লাগিয়ে নিজে থেকে একটু ভিন্নতা দেয়ার ট্রাই করলাম ।তেমন ভাল কিছু আমার মাঝে নেই ।মারাত্মক বদরাগী আর ডানপিটে স্বভাবের ছেলে ।সত্যের ক্ষেত্রে নিজের বাপকেও ছাড় নেই ।এই তো অবসর সময়ে আসলে বর্তমানে সারাটা দিনই আমার অবসর বলে বিবেচিত ।সারাদিন ভার্চুয়ালেই কেটে যায় ।আর এটা ছাড়া কাজ বলতে আমার প্রিয় কিছু কবুতর রয়েছে তাদের সাথে দিনে তিনবার সময় কাটানো,খাবার দেয়া কিছুক্ষন খেলা করা ।এই তো ফেবু আর কবুতর এই নিয়েই আমার সারা বেলা ।আপ্তত এইটুকুই থাক ।সময়ে অসময়ে পরিবর্তন হবে বলে আশাবাদি ।
১. প্রথমেই আসি তার উপার্জনের মাধ্যমে। তিনি একটি সাপ্তাহিক ম্যাগাজিনের সম্পাদক, যার নামও "সাপ্তাহিক"। এখন আমাদের দেশে একটি সাপ্তাহিক ম্যাগাজিনের সম্পাদকের বেতন কত হতে পারে? ধরে নেই ১লাখ। বাই দ্যা ওয়ে এই ম্যাগাজিনের নাম কে কে এর আগে শুনছেন বা পড়ছেন? বুকে হাত দিয়ে বলুন তো! তাইলে ১লাখ টাকা কয়েক গুণ বেশি তার বেতন হিসেবে।
২. এবার আসি তার স্ত্রীর আয়ের হিসাবে। তিনি বলেছেন তার স্ত্রী আন্তর্জাতিক একটা প্রতিষ্টানে উচ্চ পদে আছেন। ধরে নেই তার বেতন ৬০ হাজার টাকা। যেহেতু তিনি এর বেশি কিছু উল্লেখ করেন নাই।
৩. তিনি আরও বলেছেন টক শো থেকে কিছু আয় করেন, ধরি মাসে ৩০ হাজার। এছাড়া তার ও পরিবারের আর কোন আয় নাই। তাদের ব্যাংকেও কোন টাকা নাই বলে তিনি উল্লেখ করছেন।
৪. তাহলে মর্তুজা পরিবারের মাসিক আয় ১লাখ ৯০হাজার বা ধরি ২লাখ টাকা।
৫. চলে যাই ২০০৬ সালে। তিনি তখন কিনেছিলেন ১৩০০ স্কোয়ার ফিটের আলিসান বাড়ি। বাড়ির দাম তখন কত আসে? তার ভাষ্যমতে ৩০ লাখ টাকা। যার অর্ধেক তিনি বলেছেন ব্যাংক ঋণ অর্থাৎ ১৫ লাখ টাকা ব্যাংক ঋণ। তো সাংবাদিক গোলাম মর্তুজা তখন কত টাকা আয় করতেন যে তিনি ৩০ লাখ টাকার একটি ফ্ল্যাট কিনলেন? যেখানে তাদের পরিবারেরই বর্তমান আয় ২ লাখ টাকার বেশি নয়? টাকার উৎস কি?
৬. তাদের একটি হোন্ডা এয়ার ওয়েভ গাড়ি আছে যার বাজার মূল্য এখন মিনিমাম ৩০ লাখ টাকা। তিনি বলেছেন তার ব্যাবসায়ী বন্ধুর কাছ থেকে এটা নিছেন, তো বন্ধু তো ফ্রী দেয় নাই? বা ট্যাক্স ফ্রীও তো না? তাই নয় কি? ধরি বন্ধুর দরুণ তিনি আরও ৫ লাখ কমে গাড়িটি পেয়েছেন অর্থাৎ ২৫ লাখে। এখন কথা হলো।মাসে বর্তমান বাজারে ২ লাখ আয় যাদের তারা ৬০ লাখ টাকা সেই সময়ে খরচ করার সাহস কই থেকে পাইল? টাকার উৎস কি?
৭. তাদের ১০ লাখ টাকা মূল্যের জমি আছে অর্থাৎ তিনি ১০ লাখ টাকা দিয়ে জমি কিনেছেন ঢাকা শহরে। ঢাকা শহরে কোথায় ১০ লাখ টাকায় জমি পাওয়া যাত জিজ্ঞাসা করিয়া লজ্জা দিবেন না। ভুলে যাবেনন মাসে ২ লাখ আয় হইলে ১০ লাখ টাকা জমায়তে ৫ মাস তাদেএ না খাইয়া, না পইরা থাকতে হইব। টাকার উৎস কি?
৮. এবার আসি লোনের কথায় তার ব্যাক্তিগত লোন আছে ৩ লাখ টাকা, অর্থাৎ তার ৩ মাসের বেতন, তার স্ত্রীর নামে আছে ৮ লাখ টাকা অর্থাৎ তার প্রায় দেড় বছরের বেশি আয়। এতো টাকা লোন করে তারা কি করছেন? আর এটা শোধ করবেব ক্যামনে? টাকার উৎস কি?
৯. আসি ব্যাংক লোনের কথায়, তার ব্যাংক লোন আছে ১৫ লাখ, ওই যে বাড়ি কেনার টাকা আর কি। মাসে তাহলে কিস্তি কত আছে? ১৭.৫০% করে ইন্টারেস্ট তাহলে মাসে ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। তাদের আয় কত? ৩ লাখ!! তাইলে তারা চলে ক্যামনে? যেহেতু আর কোন আয় নাই? টাকার উৎস কি?
১০. বিদেশে কিভাবে যান বা কার দাওয়াতে যান এইটা আমাদের ব্যাপার না। তারপরেও যেহেতু তিনি উল্লেখ করছেন তাই লিখলাম বুঝলাম আপনি বিদেশে যাইয়া মাইনষের বাসায় ফাও খান তা বিমান ভাঁড়ার টাকাও কি ফাও? নাকি আপনে সোনা যে বিমানের টয়লালেটে হান্দাইয়া যান? গেট আ লাইফ ব্রো, জনগণ আর অতোটা বোকা নাই।
সার সংক্ষেপ: মর্তুজা ২০০৬ সালে ফ্ল্যাট কিনেছিলো ৩০ লাখ টাকা দিয়া। ২০০৬ সালে মর্তুজা আর তার বউয়ের টোটাল ইনকাম কোনোভাবেই ১ লাখ ৯০ হাজার হবে না। টকমারানি বিজনেসে জামায়াত টাকা ঢালা শুরু করেছে ২০০৯ এর পরে। আর গত ৮/৯ বছরে বেতন বেড়েছে অনেক গুণ। বর্তমান ইনকাম ১ লাখ ৯০ হাজার হলে ২০০৬ সালে ইনকাম কতো ছিলো?
তাছাড়া মর্তুজার ভাষ্যমতে সে খরুচে জীবনযাপন করে। ঢাকায় খরুচে জীবন যাপন করা কোনো ফ্যামিলির মাসে কতো টাকা খরচ হয়? নরমাল জীবনযাপন করা ফ্যামিলিরই মাসিক খরচ ১ লাখের উপরে। তাইলে মর্তুজার তো কোনো সেভিংসই থাকার কথা না।
তার তো সঞ্চয় নাই। তারে ব্যাঙ্ক লোন দেয় কিসের ভিত্তিতে?
বাই দ্যা ওয়ে, সব থেকে স্ট্রাইকিং পয়েন্ট হইল তিনি কেন হটাৎ এইসব টাকা পয়সার হিসাব তুলে ধরিলেন? সামথিং ফিসি তাই নয় কি? সামনে তো নির্বাচনও নাই বা তিনি কোথাও দাড়ানও নাই। ও আচ্ছা, ডিসেম্বরে সিটি কর্পোরেশন নির্বাচন। তাহলে মনে মনে দিল্লীর লাড্ডু মর্তুজা সাহেবও খাচ্ছেন। তো খান, তবে টাকার আসলেই আপনার কি উৎস সেটা ক্লিয়ার করেন ব্রো, নাচতে নাইমা কমেন্ট অফ কইরা রাখলে তো সমস্যা।
লেখাটি আমার না আমার এক শ্রদ্ধেয় বড় ভাই আসিফ খান অভি ভাইয়ের লেখা।
লেখাটি সেই বড় ভাইয়ের ফেবু টাইমলাইন থেকে নেয়া ।
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৮
বাকের ভাই রিটার্ন বলেছেন: কি বলেন ভাই লাগলাম কই শুধু কিঞ্চিৎ তাহার খবিস জীবনের বিবরন তুইলা ধরার চেষ্টা করলাম।
২| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: এই ধরনের লোকের তো অভাব নেই বাংলাদেশে।
আমাদের পাশের বাসায় এক সরকারী পশু ডাক্তার থাকেন। তার বেতন কত? ধরে নিলাম ৫০ হাজার টাকা। কিন্তু তার টাকার অভাব নেই। অনেক জমি এবং ৩ টা ফ্ল্যাট বাড়ি। সেদিন তার ছেলে আমাকে বলল, মামা একটা হোন্ডা কিনলাম ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে।
৩| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৭
লাজুক ছেলে...... বলেছেন: টাকাই মনে হয় বাচ্চা দেয়........। ওয়াসা, সিটি করপরেশন এর ৪র্থ শ্রেণীর কর্মচারী দের ইনকাম কম না। উপরের লেভেল এর কথা নাই বা বললাম।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৩
ক্ষতিগ্রস্থ বলেছেন: ডিজিএফআই-এনএসআই এই ধরণের পেইড পোস্ট দেয়ায়, জানি.
সাংবাদিক গোলাম মর্তুজার আয় ও সম্পদের হিসাব যদি সত্যি হয় তবে অবশ্যই সন্দেহজনক, কিন্তু সকল সম্পাদক, এমনকি ঢাকা শহরে ৯৫ শতাংশ বাড়ির মালিকের আয় হিসাব করে বাড়ি করার টাকার হিসাব মেলাতে পারবেন না.
৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৬
অভি-সৈনিক বলেছেন: ইহারা খবিস, সাংবাদিক নহে।
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৫
বাকের ভাই রিটার্ন বলেছেন: আপনার সাথে আমিও একমত অভি ভাই
৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৯
ইনফা_অল বলেছেন: একদিন শুধিতে হইবে ঋন...
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩০
বাকের ভাই রিটার্ন বলেছেন: তাহাদের তো আজ অবধি খাওয়াটাই শেষ হইল না ।ঋন যে শুধিবে সেই দিন কি আমরা দেখে যেতে পারিব ?
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৭
দীঘল গঁাােয়র েছেল বলেছেন: আবার তার পিছনে লাগলেন ক্যান?