![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মনে করি নিজের সম্পর্কে লেখার মত বয়স,সময় বা যোগ্যতা কোনটাই আমার এখনও হয় নি ।তাই কিছু না লেখাই ভাল নয় কি ।তবে ব্লগে এসে একেবারে কিছু না লিখলে কেমন হয় ।আসলে নামটা দেইভাবে দেয়ার উদ্দেশ্য হল শুধু বাকের ভাই নামে তো অনেকেই আছে তাই শেষে রিটার্ন লাগিয়ে নিজে থেকে একটু ভিন্নতা দেয়ার ট্রাই করলাম ।তেমন ভাল কিছু আমার মাঝে নেই ।মারাত্মক বদরাগী আর ডানপিটে স্বভাবের ছেলে ।সত্যের ক্ষেত্রে নিজের বাপকেও ছাড় নেই ।এই তো অবসর সময়ে আসলে বর্তমানে সারাটা দিনই আমার অবসর বলে বিবেচিত ।সারাদিন ভার্চুয়ালেই কেটে যায় ।আর এটা ছাড়া কাজ বলতে আমার প্রিয় কিছু কবুতর রয়েছে তাদের সাথে দিনে তিনবার সময় কাটানো,খাবার দেয়া কিছুক্ষন খেলা করা ।এই তো ফেবু আর কবুতর এই নিয়েই আমার সারা বেলা ।আপ্তত এইটুকুই থাক ।সময়ে অসময়ে পরিবর্তন হবে বলে আশাবাদি ।
ক্রিং...ক্রিং....ক্রিং
ক্রিং...ক্রিং....ক্রিং
আনিলাঃ- হ্যালো এতক্ষণ লাগে ফোন পিক করতে (কিছুটা রাগস্বরে)
রুদ্রঃ- না মানে বাথরুমে ছিলাম কিন্তু তুমি এই সময়ে
আনিলাঃ- কেন আপনাকে ফোন করতে হলে কি আগে থেকে শিডিউল নিয়ে রাখতে হবে নাকি ?
রুদ্রঃ- (মুচকি হেসে) না আমি কি সেরকম কিছু বলেছি নাকি
আনিলাঃ- হাসছেন কেন?
রুদ্রঃ- কই না হাসি নি তো
আনিলাঃ- আবার মিথ্যা কথা বলেন আপনি জানেন না যে আপনি মিথ্যা বলতে পারেননা
রুদ্রঃ- না জানতাম না তবে এখন জানলাম
আনিলাঃ- আচ্ছা আপনি আসলে কি ?
রুদ্রঃ- আমি কি ?
আনিলাঃ- আপনি একটা অপদার্থ !
রুদ্রঃ- কিন্তু, সেটাতো বাবা বলে
আনিলাঃ- হ্যাঁ আপনার বাবা ঠিক কথায় বলে কেননা তিনি বুঝে গিয়েছেন যে আপনার মতো অপদার্থকে পড়ালেখা ব্যতিত আর কিছুই হবে না ।আচ্ছা আপনি কি আসলে কিছুই বুঝেন না ।
রুদ্রঃ- কি বুঝব ।
আনিলাঃ- আপনি.....আপনি আসলে অপদার্থ না আপনি তার থেকেও অধম আপনি হচ্ছেন সংকর প্রজাতির গাধা ।
রুদ্রঃ- হা হা হা (উচ্চস্বরে) ।
আনিলাঃ- হাসবেন না (রেগে গিয়ে) আপনি এত বোকা কেন ?
রুদ্রঃ- তা তো ঠিক বলতে পারব না ।
আনিলাঃ- আচ্ছা আপনার আমাকে দেখতে ইচ্ছে করে না কখনো ।
রুদ্রঃ- এখানে ইচ্ছের কি আছে প্রতিদিনই তো তোমার ছবি দেখি ফেসবুকে,আর না দেখেই তো উপা নেই লগিন করলেই শুধু তোমার ছবি আর ছবি ।
আনিলাঃ- উফ্ আপনি আসলেই বিরক্তিকর আপনার সাথে আর কথাই বলতে ইচ্ছে করছে না বাই টুঁট টুঁট টুঁ...
গল্প হয়েছে কিনা জানি না এইটা গত বছরের শেষের দিকে লিখেছিলাম।আরও কিছু লেখার ইচ্ছে ছিল তাই রেখে দিয়েছিলাম,অনেক চেষ্টাতেও আর এক লাইনও লিখতে পারি নি।এর পরেও বেশ কয়েকটা লিখেছি।তবে এইটা আমার লেখা প্রথম গল্প।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:১১
বাকের ভাই রিটার্ন বলেছেন: দোয়া করবেন ভাই।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০০
ঢাকাবাসী বলেছেন: লেখা চালিয়ে যান।