![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মনে করি নিজের সম্পর্কে লেখার মত বয়স,সময় বা যোগ্যতা কোনটাই আমার এখনও হয় নি ।তাই কিছু না লেখাই ভাল নয় কি ।তবে ব্লগে এসে একেবারে কিছু না লিখলে কেমন হয় ।আসলে নামটা দেইভাবে দেয়ার উদ্দেশ্য হল শুধু বাকের ভাই নামে তো অনেকেই আছে তাই শেষে রিটার্ন লাগিয়ে নিজে থেকে একটু ভিন্নতা দেয়ার ট্রাই করলাম ।তেমন ভাল কিছু আমার মাঝে নেই ।মারাত্মক বদরাগী আর ডানপিটে স্বভাবের ছেলে ।সত্যের ক্ষেত্রে নিজের বাপকেও ছাড় নেই ।এই তো অবসর সময়ে আসলে বর্তমানে সারাটা দিনই আমার অবসর বলে বিবেচিত ।সারাদিন ভার্চুয়ালেই কেটে যায় ।আর এটা ছাড়া কাজ বলতে আমার প্রিয় কিছু কবুতর রয়েছে তাদের সাথে দিনে তিনবার সময় কাটানো,খাবার দেয়া কিছুক্ষন খেলা করা ।এই তো ফেবু আর কবুতর এই নিয়েই আমার সারা বেলা ।আপ্তত এইটুকুই থাক ।সময়ে অসময়ে পরিবর্তন হবে বলে আশাবাদি ।
//আমি জানতাম না আমার ফাসির হুকুম হয়ে গেছে, আমার জেলের পাশে আমার জন্য কবর খোঁড়া হয়েছে, আমি প্রস্তুত হয়েছিলাম। আমি বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে, দুইবার মরে না। আমি বলেছিলাম, আমার মৃত্যু লেখা থাকে যদি আমি হাসতে হাসতে যাবো, আমার বাঙালি জাতিকে অপমান করে যাবনা। তোমাদের কাছে ক্ষমা চাইব না। এবং যাবার সময় বলে যাব জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান।//
১৯৭২ সালের ১০ই জানুয়ারিতে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর দেওয়া ভাষনের একাংশ।
১৬ই ডিসেম্বরে আমরা বিজয় অর্জন করলেও ১৯৭২ সালের এই দিনে আমাদের বিজয়ের আনন্দের পূর্ণতা পেয়েছিলো।
২| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ২:২১
বাকের ভাই রিটার্ন বলেছেন: তাজউদ্দীন সাহেব কি একা পুরো দেশটা ঠিকমত চালাতে পারতেন হাজারো মুস্তাকের ভীরে।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১০
খেলাঘর বলেছেন:
আজ ২০১৫ সালের জানুয়ারী মাসের ১০ তারিখে, পেছনের ফিরে তাকালে, শেখ সাহেব ও শেখ হাসিনার সব কার্যকলাপকে বিশ্লষণ করলে মনে হয়, পাকিস্তান ভাংগার কারণে শেখ সাহেবের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা করলে, উনার যাবজ্জীবন কারাদন্ড হয়ে গেলে ভালো হতো: ১৯৭৫ সালে উনাকে কেহ হত্যা করার সুযোগ পেতো না; তাজুদ্দিন সাহের সরকার চালাতেন, সেটা কিছুটা ভালো হতো; মানুষ মনে-প্রাণ এখনো পাকিস্তান বিরোধী থাকতো; সব রাজাকার পালিয়ে যেতো; কোন জিয়াউর রহমান ক্ষমতা নিতে পারতো না; খালেদা জিয়া স্বামীর জন্য রান্না করতো; ফালু মালু কালুরা বিলিওনিয়ার হতো না; দেশের মানুষ ভালো থাকতো; এসব বালছাল অবরোধ হতো না; শেখ হাসিনা নিজের স্বামী ওয়াজেদ মিয়ার দেখাশোনা করতো।